রোববার   ২০ এপ্রিল ২০২৫ || ৬ বৈশাখ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বকাপ নিশ্চিতের মিশনে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে

স্পোর্টস ডেস্ক

১১:৫৮, ১৯ এপ্রিল ২০২৫

৪৯

বিশ্বকাপ নিশ্চিতের মিশনে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে

নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে জায়গা পাকা করতে হলে এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই টাইগ্রেসদের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে ম্যাচটি।

এই ম্যাচের জন্য একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। টানা কয়েক ম্যাচে ব্যর্থ হওয়া সোবহানা মোস্তারির জায়গায় জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা একাদশ থেকে বাকি খেলোয়াড়দের রেখে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তান এরই মধ্যে বাছাইপর্বে নিজেদের আগের চার ম্যাচে জিতে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে বাংলাদেশের জন্য এই ম্যাচ ‘ডু অর ডাই’। জয় পেলে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে, কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে দিনের অন্য ম্যাচের দিকে—ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের মধ্যকার লড়াইয়ে। সেখানে বাংলাদেশের স্বার্থে ক্যারিবীয়দের হার, কিংবা জিতলেও যেন তা হয় কম ব্যবধানে—এই সমীকরণ মেলাতে হবে জ্যোতিদের।

বাংলাদেশ একাদশে আছেন: দিলারা আক্তার, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রাবেয়া খান এবং মারুফা আক্তার।

অন্যদিকে, পাকিস্তানের একাদশে রয়েছেন: শাওয়াল জুলফিকার, মুনিবা আলি, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নেওয়াজ, রামিন শামিম, দিয়ানা বেগ, সাদিয়া ইকবাল এবং নাশরা সুন্ধু।

বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগ্রেসদের সামনে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank