শনিবার   ১৯ এপ্রিল ২০২৫ || ৬ বৈশাখ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের

অপরাজেয় বাংলা ডেস্ক

০১:০১, ১৯ এপ্রিল ২০২৫

২৭৮

কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের

এএইচএফ কাপ হকির নবম আসরে দুর্দান্ত শুরু করেছে শিরোপাধারী বাংলাদেশ। শুক্রবার (১২ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে যাত্রা শুরু করেছে লাল-সবুজের দল। ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন ফরোয়ার্ড সোহানুর রহমান সবুজ।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অভিজ্ঞ আশরাফুল ইসলাম। এছাড়া একটি করে গোল করেন নাইম উদ্দিন, রাকিবুল হাসান ও সোহানুর রহমান সবুজ। কাজাখস্তানের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন আগিমতাই দুইসেনগাজি।

ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল বাংলাদেশের। ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুলের গোলেই এগিয়ে যায় লাল-সবুজের দল (১-০)। তবে ৩০ মিনিটে সমতায় ফেরে কাজাখস্তান। এর পর থেকেই ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখাতে থাকে বাংলাদেশ।  

৩৮ মিনিটে নাইম উদ্দিন ড্র্যাগ ফ্লিকে করেন পেনাল্টি কর্নার গোল (২-১)। পরের মিনিটেই রাকিবুল হাসান করেন ফিল্ড গোল (৩-১)। চতুর্থ কোয়ার্টারে এসে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সোহানুর (৪-১)। আর ম্যাচ শেষের এক মিনিট আগে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোল করেন আশরাফুল ইসলাম (৫-১)।

এই নিয়ে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি হলো বাংলাদেশ ও কাজাখস্তান। এর আগের দুইবারের মতো এবারও জয়ের ধারা বজায় রাখল লাল-সবুজের দল। ২০১৮ এশিয়ান গেমসে ৬-১ ও ২০২২ সালের এএইচএফ কাপে ৮-১ গোলে জিতেছিল বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ রোববার, স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। 'বি' গ্রুপে আরও রয়েছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে এবং নিশ্চিত করবে আগামী এশিয়া কাপে খেলার টিকিট।

উল্লেখ্য, বাংলাদেশ এএইচএফ কাপের সর্বশেষ চার আসরের চ্যাম্পিয়ন। নতুন মিশনেও সেই ধারা বজায় রাখার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে জিমি-আশরাফুলরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank