শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫ || ৪ মাঘ ১৪৩১ || ১৬ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৭ বছর পর ফিফার বিশ্ব একাদশে নেই মেসি

স্পোর্টস ডেস্ক

২০:২৬, ১০ ডিসেম্বর ২০২৪

২১৫

১৭ বছর পর ফিফার বিশ্ব একাদশে নেই মেসি

২০০৬ সালের পর এই প্রথম ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে নেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০০৭ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর একাদশে মেসির নামটা যেন নির্ধারিত হয়ে গিয়েছিল।

আধুনিক ফুটবলের অন্যতম সেরা ফুটবলার মেসি টানা ১৭ বছর বিশ্ব একাদশে জায়গা ধরে রেখেছিলেন। কিন্তু এবার ২০২৪ সালে এসে সেই ধারায় ভাটা পড়লো। ২০২৩ সালের আগে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো টানা ১৬ বছর বিশ্ব একাদশে ছিলেন। এবার রোনালদোকেও ভোট দেয়নি সতীর্থরা। 

এদিকে লিভারপুলের হয়ে একের পর গোলের দেখা পাওয়া মিশরীয় তারকা মোহাম্মদ সালাহও এই তালিকা থেকে বাদ পড়েছেন। 

ইন্টার মিয়ামির মেসি ও আল নাসরের রোনালদে ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত হয়ে আলোচনায় এসেছিলেন সপ্তাহখানেক আগে। ইউরোপের বাইরের লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে শুধু মেসি-রোনালদোই জায়গা পেয়েছিলেন সংক্ষিপ্ত তালিকায়।


২০২৪ বিশ্ব একাদশের তালিকায় প্রিমিয়ার লিগের পাঁচজন খেলোয়াড় জায়গা পেয়েছেন। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনা, এডারসন ও ব্যালন ডি’র বিজয়ী রদ্রি রয়েছেন সেরা একাদশে। এছাড়া লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক এই দলে জায়গা করে নিয়েছেন।

চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদের রয়েছেন সর্বোচ্চ ছয়জন। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের সঙ্গে আরও রয়েছেন রিয়াল তারকা এন্টোনিও রুডিগার, দানি কারভাহাল ও সদ্য অবসরে যাওয়া টনি ক্রুস।

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ (পুরুষ) :

গোলরক্ষক : এডারসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)

ডিফেন্ডার : দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস) এন্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)

মিডফিল্ডার : জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রড্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)

ফরোয়ার্ড : আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স),  ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank