রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্যারিস অলিম্পিকে লিঙ্গ বিতর্ক 

নারী বক্সিংয়ে স্বর্ণ জিতেছিলেন পুরুষ বক্সার! 

স্পোর্টস ডেস্ক

২০:৪৪, ৬ নভেম্বর ২০২৪

১২৪

প্যারিস অলিম্পিকে লিঙ্গ বিতর্ক 

নারী বক্সিংয়ে স্বর্ণ জিতেছিলেন পুরুষ বক্সার! 

চলতি বছর অনুষ্ঠিত হওয়া প্যারিস অলিম্পিকে মেয়েদের বক্সিংয়ে ৬৬ কেজি ক্যাটাগরিতে স্বর্ণ পদক জিতেছিলেন আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ। তবে ঐ পদক জয়ের আগেই তার লিঙ্গ নিয়ে উঠেছিল প্রশ্ন। এক নারী বক্সার তো সরাসরি ইমানেকে পুরুষ বলেও নিজের সন্দেহ পোষণ করেছিল। তাতেই নানা প্রশ্ন উঠতে থাকে এই আলজেরিয়ান এই বক্সারকে নিয়ে। তবে তা তোয়াক্কা করেনি অলিম্পিকের কর্তৃপক্ষ। যদিও সে সময় অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল তারা। ঐ ঘটনার প্রায় তিন মাস পর জানা গেল ইমানে খেলিফ আসলেও নারী নন! মেডিক্যাল রিপোর্ট অনুসারে তিনি একজন পুরুষ। 

সম্প্রতি ২৫ বছর বয়সী এই আলজেরিয়ান বক্সারের সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট ফরাসি এক গণমাধ্যম প্রকাশ করেছে। সেখানেই দেখা গেছে ইমানে খেলিফ পুরুষ। তাতেই তার জেতা স্বর্ণপদক ও কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এ রিপোর্ট প্রকাশের পর এতটুকু নিশ্চিত যে, ভবিষ্যতে এই বক্সার আর নারী ক্যাটাগরিতে কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। যদিও সামনে আসা এই রিপোর্ট কতটুকু সত্য তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। 

ফরাসি সাংবাদিক জাফফর আইত আওদিয়া ইমানে খেলিফের মেডিক্যাল রিপোর্ট সামনে এনেছেন। ঐ রিপোর্টে বলা হয়েছে, খেলিফ ৫-আলফা রিডাক্টেস ডেফিসিয়েন্সিতে ভুগছেন। মেডিক্যাল রিপোর্টের অংশ এমআরআইতে বলা হয়েছে যে, খেলাফের জরায়ুর অভাব রয়েছে, অভ্যন্তরীণ শুক্রাশয় রয়েছে এবং একটি বর্ধিত ভগাঙ্কুরের মতো একটি 'মাইক্রোপেনিস' রয়েছে। 

সেখানে আরও উল্লেখ রয়েছে যে, ক্রোমোজোম পরীক্ষাগুলো একটি এক্সওয়াই ক্রোমোজোম এবং অভ্যন্তরীণ অণ্ডকোষ রয়েছে, যেটা ফাইভ-আলফা রিডাক্টেস ঘাটতি হিসেবে পরিচিত এবং একটি হরমোন বিশ্লেষণ সাধারণ পুরুষ পরিসরের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা নির্দেশ করে। এর আগে প্যারিস অলিম্পিকের ৬৬ কেজি ক্যাটাগরির নারী বক্সিংয়ের শেষ ১৬ এর লড়াইয়ে মুখোমুখি হয় ইতালিয়ান বক্সার অ্যাঞ্জেলা কারিনি ও ইমানে খেলিফ। ঐ ম্যাচ শুরু হওয়ার ৪৬ সেকেন্ডের মধ্যেই অ্যাঞ্জেলা হার মেনে কাঁদতে কাঁদতে রিং ছেড়ে বেড়িয়ে যায়। 

পরে ঐ ম্যাচ নিয়ে অভিযোগ করে বলেন, 'আমি আমার জীবনে কখনো এত জোরে আঘাত পাইনি।' মূলত তিনি সবার আগে ইমানেকে পুরুষ বলে প্যারিসে সন্দেহ পোষণ করেন। যদিও আলজেরিয়ান এই বক্সার পরে ঐ ক্যাটাগরির ফাইনালে চাইনিজ বক্সার ইয়াং লিউকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল। সে সময় আইওসি নিশ্চিত করে জানিয়েছিল আলজেরিয়ান বক্সারের লিঙ্গ নিয়ে কোনো সন্দেহ নেই তিনি নারী।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank