বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১০ পৌষ ১৪৩১ || ২০ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সফরে যাবে টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক

১৮:১৮, ৫ নভেম্বর ২০২৪

১৮০

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সফরে যাবে টাইগ্রেসরা

চলতি বছরে প্রথমবারের মতো বাংলাদেশে সিরিজ এসেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তবে তাদের মাটিতে এখনও সিরিজ খেলা হয়নি টাইগ্রেসদের। এবার সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে জ্যোতি-নাহিদাদের। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সোমবার (৪ নভেম্বর) নারী চ্যাম্পিয়নশিপের পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামের (২০২৫-২০২৯ চক্র) সূচি ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়াও ভারত ও পাকিস্তানে সফর করবে টাইগ্রেসরা। এ ছাড়া ২০২৫-২০২৯ চক্রে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।

চার বছরের এই চক্রে ঘরে-বাইরে মিলিয়ে দ্বিপাক্ষিক সিরিজে ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা।

২০২৬ সালের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। ঐ সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। এর আগে ২০২০ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলো বাংলাদেশ।

এরপর ২০২৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষেও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। আসন্ন চক্রে ১১ দলের মধ্যে তিন ফরম্যাট মিলিয়ে ৪০০ বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফিউচার ট্যুর প্রোগ্রামের বাইরেও ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে।

চলতি চক্রে এখনও দু’টি সিরিজ বাকি আছে বাংলাদেশের। এই মাসের শেষে দেশের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

এরপর জানুয়ারি-ফেব্রুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। প্রথমবারের মত ক্যারিবিয়ান মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank