বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুশফিকের দুর্দান্ত শতকে লিডের স্বপ্ন টাইগারদের

স্পোর্টস ডেস্ক

১৩:০৭, ২৪ আগস্ট ২০২৪

৩১২

মুশফিকের দুর্দান্ত শতকে লিডের স্বপ্ন টাইগারদের

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে আজ দুর্দান্ত এক শতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। তাঁর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড নেয়ার স্বপ্ন দেখছে টাইগাররা। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮৯/৬ (১১৭ ওভারে)
পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ ডিক্লে. (১১৩ ওভারে)

লিটনের বিদায় ভাঙলো জুটি

আগের দিন নাসিম শাহর এক ওভারে ১৮ রান তুলে ফিফটি করেছিলেন লিটন। চতুর্থ দিন সেই নাসিমের বলেই উইকেট দিতে হলো তাকে। পাকিস্তানি পেসারের বাড়তি বাউন্সের বলটা কাট করতে চেয়েও পারেননি লিটন। বল তার ব্যাট চুমো খেয়ে জমা হয় রিজওয়ানের গ্লাভসে। ভাঙে মুশফিকের সঙ্গে ১৭১ বল স্থায়ী ১১৪ রানের জুটি। ৭৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন লিটন। 

রিভিউ নিয়ে মুশফিকের রক্ষা

দিনের শুরুতেই রক্ষা পেলেন মুশফিকুর রহিম। ব্যাকফুটে গিয়ে আলিকে খেলতে চেয়েছিলেন বাংলাদেশি ব্যাটার। একটু নিচু হয়ে ভেতরে ঢোকা বল আঘাত করে তার প্যাডে। আবেদনের জবাবে আম্পায়ারও আঙ্গুল তুলে দেন। চ্যালেঞ্জ জানান মুশফিক। তাতে বেঁচে যান তিনি। সে সময় ৫৯ রানে ছিলেন তিনি।

৯৮ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩২৫। এখনও ১২৩ রানে পিছিয়ে সফরকারীরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank