বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সেঞ্চুরি মিস করলেন সাদমান

স্পোর্টস ডেস্ক

১৭:২৮, ২৩ আগস্ট ২০২৪

৩১২

সেঞ্চুরি মিস করলেন সাদমান

প্রথম ইনিংসে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানের পাহাড় গড়ে ইনিংসে ছেড়েছে। জবাবে সাদমান ইসলাম ও জাকির হাসান বিকেলের ১২ ওভার দৃঢ়তার সঙ্গে পার করেন। তারা তোলেন ২৭ রান।

কিন্তু তৃতীয় দিন সকালেই ফিরে যান বাঁ-হাতি ওপেনার জাকির ও অধিনায়ক নাজমুল শান্ত। পরে ফিফটি করে আউট হয়েছেন মুমিনুল হক। সেঞ্চুরি মিস করেছেন ওপেনার সাদমান ইসলাম।  

বাংলাদেশ টেস্টের তৃতীয় দিন প্রথম সেশন শেষে ৫৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রানে ব্যাট করেছে। ক্রিজে আছেন মুশফিকুর রহিম। সাদমান ৯৩ রান করে আউট হয়েছেন। তিনি ১৮৩ বল খেলে ১২ চারের শটে ওই রান করেছেন। মুমিনুল হক ৫০ রান করে আউট হয়েছেন। পাকিস্তানের চেয়ে ৩০০ রানে পিছিয়ে বাংলাদেশ।  

এর আগে পাকিস্তানের হয়ে রিজওয়ান ২৩৯ বলে ১৭১ রানে অপরাজিত থাকেন। তিনি ডাবল সেঞ্চুরির পথে থাকলেও ইনিংস ঘোষণা করে দেয় পাকিস্তান। 

এছাড়া সূদ শাকিল ১৪১ রানের ইনিংস খেলেন। তরুণ ওপেনার সাইম আইয়ূব ৫৬ রান যোগ করেন। সালমান আলী আঘা ১৯ ও শাহিন শাহ ২৯ রানের ইনিংস খেলেন। বল হাতে শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মেহেদী মিরাজ ও সাকিব।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank