শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ || ২ কার্তিক ১৪৩১ || ১২ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টি–টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

১৫:২৭, ২৫ মে ২০২৪

২৬৮

টি–টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হলেন আফ্রিদি

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি ক্রিকেটের আরেকটি বিশ্ব। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে এই বিশ্বকাপের জন্য ক্রিস গেইল, যুবরাজ সিং ও উসাইন বোল্টকে আগেই হিসেবে শুভেচ্ছা দূত ঘোষণা করেছিল আইসিসি। এবার এই তিনজনের সঙ্গে তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিও।

শুভেচ্ছা দূত হয়ে কিছুটা আবেগাপ্লুতই হয়েছেন সাবেক এই অলরাউন্ডার, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন একটা টুর্নামেন্ট যেটা আমার হৃদয়ের খুব কাছের। প্রথম আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়া এবং ২০০৯ আসরে শিরোপা জেতা, আমার ক্যারিয়ারের সেরা ও উল্লেখযোগ্য ঘটনা। বর্তমান সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ জমজমাট লড়াই হয়। আর এমন একটি বিশ্বকাপের অংশ হতে পেরে আমি আনন্দিত। যেখানে আমরা অনেক দল দেখবো, অনেক ম্যাচ দেখবো এবং অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি নাটকীয় ঘটনা দেখবো।’

আগামী ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন আফ্রিদি, ‘আমি বিশেষ করে খুবই উচ্ছ্বসিত ৯ জুনের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। ক্রীড়াক্ষেত্রে এটা অন্যতম বড় লড়াই। নিউ ইয়র্ক হবে শক্তিশালী দু'টি দলের সেই লড়াইয়ের মঞ্চ।’
চার গ্রুপে ভাগ হয়ে মোট ২০টি দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। ১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ২৯ জুন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank