শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ || ২২ চৈত্র ১৪৩১ || ০৪ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দিলো ভারত

স্পোর্টস ডেস্ক

১৮:৫৯, ২৮ এপ্রিল ২০২৪

৩৬৩

বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দিলো ভারত

ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দল চোখে চোখ রেখেই লড়াই করে। আজও বোলিংয়ে শুরুটা ভালোই ছিল। তবে টাইগ্রেসদের ফিল্ডিং আপ টু দ্য মার্ক হয়নি। একাধিক সহজ ক্যাচ হাতছাড়া করেছেন ফিল্ডাররা। গ্রাউন্ড ফিল্ডিংয়েও বেশ ঘাটতি ছিল। তারপরও বোলাররা সাধ্যমত চেষ্টা করেছেন। রাবেয়া-মারুফাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে দেড়শ’র মধ্যে আটকে রেখেছে বাংলাদেশ।

রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়াস্তিকা ভাটিয়া।

নতুন বলে মারুফার ওপরই আস্থা রেখেছিলেন নিগার সুলতানা জ্যোতি। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে এই পেসারকে সেট হতে দেননি শেফালি ভার্মা। অবশ্য পরের ওভারেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। সুলতানাকে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন স্মৃতি মান্দানা। কিন্তু সেটা হাতে জমাতে পারেননি ফারিহা তৃষ্ণা।

সেই তৃষ্ণাই পরের ওভারে দলকে ব্রেকথ্র এনে দেন। তার করা অদ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে ইনসাইড এডজে বোল্ড হয়েছেন স্মৃতি। তবে দারুণ ব্যাটিং করেছেন আরেক ওপেনার শেফালি ভর্মা। ২২ বলে ৩১ রান করেছেন এই ওপেনার।

ভারতের মিডল অর্ডার ব্যাটাররাও রানের দেখা পেয়েছেন। ইয়াস্তিকা ভাটিয়া করেছেন ২৯ বলে ৩৬ রান। চারে নেমে হারমানপ্রীত করেছেন ২২ বলে ৩০ রান। তাছাড়া রিকা ঘোষের ব্যাট থেকে এসেছে ২৩ রান।

বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট শিকার করেছেন রাবেয়া খান। তাছাড়া ১৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মারুফা আক্তার।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank