বুধবার   ১৬ এপ্রিল ২০২৫ || ২ বৈশাখ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ইংলিশ ক্রিকেটার সামিতের

স্পোর্টস ডেস্ক

১৭:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

৩৬৩

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ইংলিশ ক্রিকেটার সামিতের

চলমান বিপিএলে ঢাকা ও সিলেট পর্ব ভালোভাবেই শেষ হয়েছে। তবে চট্টগ্রাম পর্বে শুরু হয়েছে নানা বিতর্ক। প্রথমে রংপুর অধিনায়ক সোহানের হাতাহাতির ঘটনা, এবার সিলেট স্ট্রাইকার্সের বিদেশি ক্রিকেটার সামিত প্যাটেল। বাংলাদেশি ক্রিকেটার ও সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে অনুশীলনের পর সাক্ষাৎকার দিয়ে সেই সাক্ষাৎকারের অডিও মুছে ফেলতে বাধ্য করেন সাংবাদিকদের। পরে অবশ্য তার হয়ে দুঃখ প্রকাশ করেছে সিলেট টিম ম্যানেজমেন্ট।

এদিন অনুশীলন শেষে সাক্ষাৎকার দেন এক সাংবাদিককে। সেখানে সাবলীলভাবে সব প্রশ্নের উত্তর দিলেও কয়েক মিনিট পর অন্য সংবাদকর্মীদের কাছে ক্ষোভ ঝাড়েন। গালাগালি করেন বাংলাদেশি গণমাধ্যম ও ক্রিকেটারদের নিয়ে। এ ছাড়াও ডেকে এনে ঐ সাংবাদিককে, বাধ্য করান অডিও ডিলিট করতে।

এরপর বিষয়টি জানা জানি হলে, বাংলাদেশের গণমাধ্যমকে নিয়ে আপত্তিকর মন্তব্যে করার কারণ জানতে চাইলে কথা বলেননি সামিত প্যাটেল। বারবার ক্ষমা চাওয়ার চেষ্টা করেন।

এ ঘটনা জানানো হয় দলের মিডিয়া ম্যানেজার নাফিজ ইকবালকে। পুরো ঘটনা শুনে সামিত কাণ্ডে তিনিও অবাক। জানতে চান ইংলিশ ক্রিকেটারের বক্তব্য। তখনও নিজেকে বাংলাদেশি নয়, ইংলিশ ক্রিকেটার বলে ঔদ্ধত্ব দেখান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

ক্যামেরার সামনে কথা না বললেও সিলেটের ম্যানেজার নাফিস ইকবাল সাংবাদিকদের কাছে আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেয়ার। জানা গেছে, সামিতের নানা কাণ্ডে এমনিতেই বিরক্ত সিলেট ম্যানেজমেন্ট।

 

 

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank