সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পরাজয়ে বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

স্পোর্টস ডেস্ক

১৭:৪৮, ১৫ জানুয়ারি ২০২৪

২৮৬

পরাজয়ে বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে প্রতিটি দল শেষ সময়ের প্রস্তুতি জোরদারের সুযোগ পাচ্ছে। গতকাল রোববার বাংলাদেশ যুব দল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়। 

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৩৮ রান করে শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন পুলিন্দু প্যারেরা। 

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করা আশিকুর রহমান শিবলি ফেরেন ১১ রানে। আরেক ওপেনার আদিল বিন সিদ্দিক করেন ১৫।

তিন নম্বর পজিশনে নেমে আক্রমণাত্মক শুরু করেছিলেন জিসান আলম। তবে ইনিংস বড় করতে পারেননি। ২৭ বলে ২৬ রান এসেছে তার ব্যাট থেকে। জিসান ফেরার পর আর কেউ দাঁড়াতেই পারেননি। সবমিলিয়ে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ৫ জন। 

প্রসঙ্গ, আগামী শনিবার ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank