সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

০ রানে ৬ উইকেট হারিয়ে রেকর্ড গড়ল ভারত

স্পোর্টস ডেস্ক

২১:০৯, ৩ জানুয়ারি ২০২৪

৩৪৪

০ রানে ৬ উইকেট হারিয়ে রেকর্ড গড়ল ভারত

কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে অলআউট করে বেশি সুবিধা করতে পারেনি ভারত। নিজেরা ব্যাটিংয়ে নেমে অলআউট ১৫৩ রানে। শুধু তাই নয়! ৪ উইকেটে ১৫৩ রান করা ভারত এরপর আর কোনো রান যোগ করার আগেই হারায় ৬ উইকেট।

শেষ ৫ উইকেট জুটিতে এর আগে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমসিজিতে দ্বিতীয় ইনিংসে ৩ রান তুলতে শেষ ৫ উইকেট হারিয়েছিল তারা। ১০ রানের নিচে শেষ ৫ উইকেট হারানোর ঘটনা এর আগে ছিল ১৫টি। 

লুঙ্গি এনগিডির করা ৩৪তম ওভারেই শুরু হয় ভারতের ব্যাটিং ধস। এনগিডির সেই ওভারেই লোকেশ রাহুলের পর ফেরেন রবীন্দ্র জাদেজা ও যশপ্রীত বুমরা।

এনগিডির পর কাগিসো রাবাদাও এক ওভারে ৩ উইকেট নেন। ক্যাচ দিয়ে ফেরেন বিরাট কোহলি। এরপর মোহাম্মদ সিরাজ হন রানআউট, প্রসিধ কৃষ্ণা দেন ক্যাচ। 

ব্যাটসম্যনাদের এই আসা-যাওয়ার মিছিলে স্কোর বোর্ডে কোনো রান যোগ হয়নি। উল্টো পড়ে যায় ৬ উইকেট।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank