সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরা নাহিদা

স্পোর্টস ডেস্ক

১৫:৩৫, ১১ ডিসেম্বর ২০২৩

৩৩২

প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরা নাহিদা

বাংলাদেশ নারী ক্রিকেট দল তাদের সবশেষ কয়েকটি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। যার সুবাদে আইসিসি র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে টাইগ্রেস ক্রিকেটারদের। সেই সঙ্গে ধারাবাহিক পারফরম্যান্সে আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের নাহিদা আক্তার ও ফারজানা হক। আর এবার প্রথমবারের মত বাংলাদেশি কোনো নারী ক্রিকেটার হিসেবে নাহিদা আক্তার পেয়েছেন আইসিসি 'প্লেয়ার অব দা মান্থ' পুরস্কার।

আইসিসি প্রতি মাসেই সেরা ক্রিকেটারকে পুরস্কার দিয়ে থাকে। যেখানে প্রথমে মনোনয়ন দেওয়া তিন ক্রিকেটারকে। এরপর ভোটের মাধ্যমে একজন পারফর্মারকে পুরস্কার দেওয়া হয়।

আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় নাহিদা ও ফারজানা- এই দুই বাংলাদেশির ক্রিকেটারের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। তবে এ দুজনকে ছাপিয়ে নারীদের ক্রিকেটে গৌরব বয়ে এনেছেন নাহিদা।

গত নভেম্বরে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগ্রেসরা। যেখানে তিন ম্যাচের সেই সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নেন ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাহিদা।

এদিকে মাস সেরার পুরস্কার পেয়ে নাহিদা বলেন, ‘এটা আমার জন্য অনুপ্রেরণার। আইসিসির কাছ থেকে এই স্বীকৃতি বড় অর্জন। এটা সামনে এগিয়ে যেতে আমাকে সহায়তা করবে।’

তিনি আরও বলেন,  ‘সাম্প্রতিক সময়ে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি এবং দল হিসেবে যে সাফল্যের স্বাদ আমরা পেয়েছি তাতে অবদান রাখতে পেরে আমরা খুবই খুশি। আমার ওপর আস্থা রাখার জন্য ও মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে চাপের মুহূর্তে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়ার জন্য অবশ্যই আমার কোচ, অধিনায়ক ও সতীর্থদের ধন্যবাদ দেওয়া উচিত।’

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank