সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে ফিরে গেলেন সিডন্স

স্পোর্টস ডেস্ক

১৫:৩৫, ১৮ নভেম্বর ২০২৩

৩৫১

দেশে ফিরে গেলেন সিডন্স

বিশ্বকাপে ভরাডুবির পর দেশের ক্রিকেটে যেন কোচ চলে যাওয়ার হিড়িক পড়েছে। তবে কাউকেই বিসিবি বরখাস্ত করেনি। তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় একে একে টাইগার ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা কোচিং স্টাফরা চলে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের পর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড তার নিজ দেশে ফিরে গিয়েছেন। বিসিবির সঙ্গে আর কাজ করবেন না তিনি। বাংলাদেশের বিশ্বকাপে সাত পরাজয়ের পর টাইগার ক্রিকেট বোর্ড নিশ্চুপ ছিল এতোদিন। তবে আজ একাধিক বিষয় নিয়ে আলোচনার পর মুখ খুলেছে বিসিবি।

যেখানে নতুন খবরের শিরোনাম হয়ে জেমি সিডন্স। অ্যালান ডোনাল্ডের পর এবার নিজের চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই চলে গিয়েছেন এই ব্যাটিং কোচ।

তবে ভবিষ্যতে কোন প্রয়োজন যদি হয়, তাহলে আবারো আগামী বছর তাকে ফেরাতে পারে বিসিবি। এমনটাই  আজ শনিবার জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

হাথুরুসিংহে প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর জাতীয় দল থেকে সরিয়ে দেয়া হয় সিডন্সকে।  এরপর বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ছিলেন এইচপির ব্যাটিং পরামর্শকও। সিডন্সের চাকরির মেয়াদ ছিল চলতি বছরের নভেম্বর পর্যন্ত।

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank