সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শচীনকে টপকে সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ড কোহলির

স্পোর্টস ডেস্ক

১৮:১৬, ১৫ নভেম্বর ২০২৩

৩৭৯

শচীনকে টপকে সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ড কোহলির


শচীন টেন্ডুলকারের সামনেই ওয়ানডে ক্রিকেটে তার ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন বিরাট কোহলি। বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপ মঞ্চেই শচিনকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন কোহলি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি করেন কোহলি। এতেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করলেন ভারতের তারকা এই ক্রিকেটার।

ভারতীয় কিংবদন্তি শচীন ৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি করেছিলেন। অপরদিকে ২৯২ ম্যাচ খেলেই শচিনের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। সে হিসেবে শচিনের চেয়ে ৭১ ম্যাচ কম খেলেই সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ভারতের সাবেক অধিনায়ক।

চলতি বিশ্বকাপেই ৪৯ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসান কোহলি। গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিজের ৪৯তম সেঞ্চুরি করেন কোহলি।

ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। হিটম্যান খ্যাত রোহিতের সেঞ্চুরি ৩১টি। সে হিসেবে শতক হাঁকানোর তালিকায় শীর্ষ তিনটি স্থানই ভারতীয়দের দখলে। রোহিতের চেয়ে একটি সেঞ্চুরি কম হাঁকিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার রিকি পন্টিং। কিংবদন্তি এই ক্রিকেটার ৩০টি সেঞ্চুরি হাঁকাতে খেলেছেন ৩৭৫ ম্যাচ।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়া। ৪৪৫টি ম্যাচ খেলে ২৮টি শতক হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank