সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশ ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

১৮:০৭, ৯ নভেম্বর ২০২৩

৪৭২

বাংলাদেশ ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের প্রাক বাছাই পর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারানো বাংলাদেশের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। এশিয়ান ফুটবলের সুপার পাওয়ার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে লড়বে জামাল ভূঁইয়ারা।

আগামী ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের এশিয়ান অঞ্চলর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

কাতার বিশ্বকাপে অপেক্ষাকৃত তরুণ দল নিয়েও দারুণ ফুটবল খেলেছিল অস্ট্রেলিয়া। ম্যাটি রায়ানের নেতৃত্বাধীন দলে সুযোগ পেয়েছেন সে বিশ্বকাপে খেলা ১০জন ফুটবলার। স্কোয়াডে প্রধান তারকাদের সবাই থাকায় বলা যায় শক্তিশালী দল নিয়েই হাভিয়ের ক্যাবরেরার দলকে চ্যালেঞ্জ জানাচ্ছে সকারুরা।

গ্রাহাম আর্নল্ডের দল ফ্রান্স, তিউনেশিয়া ও ডেনমার্ককে নিয়ে গড়া শক্তিশালী গ্রুপ থেকে শেষ ষোলোয় পা রেখেছিল। সেখানে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করে হারে তারা। শক্তিমত্তায় অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। ফিফার সবশেষ র‍্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে আছে সকারুরা। অন্য দিকে ১৮৩ নম্বরে আছে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড:

গোলরক্ষক: জোয়ি গাউচি, অ্যাশলি মায়নার্ড-ব্রিওয়ার, ম্যাটি রায়ান (অধিনায়ক);

ডিফেন্ডার: আজিজ বেহিচ, জর্ডান বস, ক্যামেরন বার্গেস, আলেসান্দ্রো সিরকাটি, লুইস মিলার, কি রাউলেস, হ্যারি সাউটার, রায়ান স্ট্রেইন;

মিডফিল্ডার: কিয়ানু বাক্কাস, জ্যাকসন আরভাইন, মাসিমো লুওনগো, কনর ম্যাটক্লিফ, আইডেন ও'নিল;

ফরোয়ার্ড: ব্র্যান্ডন বোরেল্লো, মারটিন বোয়েল, মিচ ডাক, ক্রেইগ গুডউইন, জেমি ম্যাকলারেন, স্যাম সিলভেরা, কুসিনি ইয়েঙ্গি।

কোচ: গ্রাহাম আর্নল্ড

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank