সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

২২:৫৬, ৩০ অক্টোবর ২০২৩

৩৪৪

শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকলো আফগানিস্তান

হার দিয়ে বিশ্বকাপ শুরু। তবে এরপর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে চমক দেখায় আফগানিস্তান। সেইসঙ্গে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখে আফগানরা। নিজেদের ষষ্ঠ এবার ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের আশা বাচিয়ে রাখলো আফগানিস্তান। লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।

সোমবার (৩০ অক্টোবর) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। প্রথমে ব্যাট করে ২৪১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি লঙ্কানরা। ফজলহক ফারুকির বোলিং তোপে  ৪৯ ওভার ৩ বলে ২৪১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফজলহক ফারুকি নেন ৪টি উইকেট।

২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ওপেনার রহমানুল্লাহ গুরবাজের উইকেট হারায় আফগানিস্তান। তবে ইব্রাহিম জাদরান ও রহমত শাহ মিলের শুরুর এই ধাক্কা সামাল দেন।

৭৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৫৭ বলে ৩৯ রান করে ইব্রাহিম আউট হলেও অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রহমত।

সাবলীল ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন রহমত। তবে দলীয় ১৩১ রানে ৭৪ বলে ৬২ রান করে আউট হন তিনি।

এরপর ক্রিজে আসা আজমতুল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন হাশমতুল্লাহ। লঙ্কান বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে ২৮ বল হাতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। হাশমতুল্লাহ ৭৪ বলে ৫৮ ও ওমরজাই ৬৩ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank