পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা
পাকিস্তান নারী দলের বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ নারী দল। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা এক ম্যাচ হাতে রেখেই জিতল মেয়েরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট করতে নেমে শুরু থেকে কিছুটা চালিয়ে খেলতে থাকে বাংলাদেশ। দুই ওপেনার মুর্শিদা খাতুন এবং শামিমা সুলতানার ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটি থেকে রান আসে ৩৪। ১৩ বলে ১৮ রানের ইনিংস খেলে বিদায় নেন শামিমা।
তিনে নেমে সোবহানা মোস্তারীও ভালো একটি ইনিংস খেলেছেন। ১১ বলে ১৬ রান করেন তিনি। এছাড়া টিকে থাকা ওপেনার মুর্শিদা খেলেন ২৮ বলে ২০ রানের ইনিংস। এ ছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও মোটামুটি ভালো খেলেছেন। ১৯ বলে ১০ রান করেন নিগার।
শেষ দিকে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। তার ২২ বলে ২৭ রানের ক্যামিও এবং রিতু মনির ২১ বলে ১৯ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১২০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ নারী দল।
জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। প্রথম ওভারেই ওপেনার নাতালিয়া পারভেজের উইকেট হারায় তারা। শুরু থেকে তেমন কেউই দায়িত্ব নিতে পারছিলেন না। ফলে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবে ক্রিজের এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন বিসমাহ মারুফ। তার ব্যাটিংয়ে কিছুটা আলোর দিশা পায় পাকিস্তান। তবে দলীয় ৬১ রানের মাথায় ৪৪ বলে ৩০ রানের ইনিংস খেলে বিসমাহ বিদায় নিলে জয়ের আশা প্রায় শেষ হয়ে যায় পাকিস্তানের।
শেষ দিকে বহু লড়াই করেও আর জয়ের মুখ দেখতে পারেনি পাকিস্তান। ২০ ওভার শেষে টেনেটুনে ৭ উইকেট হারিয়ে ১০০ রান তুলতে পারে দলটি। ২০ রানের জয় পায় বাংলাদেশ।
এই জয়ের ফলে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাঘিনীদের সামনে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান