সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

১৪:২৫, ২৪ অক্টোবর ২০২৩

৩৩৫

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন সাকিব

ভারত বিশ্বকাপে আফগানদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা বাংলাদেশ টানা তিন ম্যাচ হেরে আত্মবিশ্বাস তলানিতে। তবে বিশ্বকাপের সেমির লড়াইয়ে টিকে থাকতে বাংলাদেশের জন্য জয়ে ফেরাটা গুরুত্বপূর্ণ। ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশের সামনে এবার উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়ংখেড়েতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের একাদশে ফিরেছেন অধিনায়ক সাকিব।

ঊরুর চোট সেরে একাদশে ফিরলেন সাকিব আল হাসান। তাকে জায়গা করে দিতে বাদ পড়লেন তাওহিদ হৃদয়।

সাকিব ফেরায় বাংলাদেশের বোলিং বিভাগে তিন পেসারের সঙ্গে থাকছে তিন স্পিনার। অন্য দুই স্পিনার নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ। পেস বিভাগের দায়িত্বে হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা একাদশে নেই নিয়মিত অধিনায়ক ট্মেবা বাভুমা। তার পরিবর্তে কয়েন ছুঁড়েছেন মার্করাম। প্রোটিয়া একাদশে পরিবর্তন রয়েছে আরও একটি। চোট থাকায় বাদ পড়েছেন লুঙ্গি এনগিদি। তার জায়গায় খেলছেন লিজাড উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, আন্দিল ফেলুকওয়ায়ো, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, জেরাল্ড কোয়েটজি, কাগিসো রাবাদা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank