সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চোট নিয়েই খেলতে চান সাকিব, ঝুঁকি নিতে চায় না টিম

স্পোর্টস ডেস্ক

১৮:০৬, ১৬ অক্টোবর ২০২৩

৩১৩

চোট নিয়েই খেলতে চান সাকিব, ঝুঁকি নিতে চায় না টিম

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে কিছুটা চাপে বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাংস পেশির ইনজুরিতে পড়েছেন সাকিব। তবে ইনজুরি নিয়েই ভারতের বিপক্ষে সাকিব খেলতে চান।

সোমবার (১৬ অক্টোবর) পুনেতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না। তবে আরও একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেয়া হবে।

সুজন বলেন, ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছে। কালকে হয়ত এটা দেখবে। চোট পাওয়ার পরেও ব্যাটিং করেছে, ১০ ওভারের কোটার বোলিংও করেছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তাহলে খেলবে। সাকিব চাইছে খেলতে। আমরা চাই না (তাকে নিয়ে ঝুঁকি নিতে)। এটা ডিপেন্ড করে ওর শতভাগ ফিটনেসের ওপর।

তিনি আরও বলেন, টুর্নামেন্টের ছয়টা ম্যাচ বাকি আছে আমরা চাই না একটা ম্যাচ খেলে পুরো টুর্নামেন্ট মিস করুক। ডাক্তার-ফিজিওদের ওপর এটা নির্ভর করছে। কোচের মতামতের ব্যাপার না এটা। আমরা চাই না যে এটা খেলে সাকিবের ক্যারিয়ারের জন্য সমস্যা হোক বা লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। আমরা চাই যে সাকিব যদি চায় এবং ফিজিওদের মত থাকে তাহলে সে খেলবে। এই ম্যাচ যদি তাকে ছাড়াই খেলতে হয় তাহলে আমরা খেলব।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, কোচ বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছে। বোর্ড সভাপতি জানতে চেয়েছিলেন কেন এমন হচ্ছে। জবাবে হাথুরুসিংহের দাবি, হাথুরুসিংহের দাবি সাকিবের সিদ্ধান্তেই সব কিছু হচ্ছে। একক আধিপত্য ধরে সাকিব নিজেই সব সিদ্ধান্ত নিচ্ছে। দল গঠন থেকে শুরু করে ব্যাটিং অর্ডার শাফল করিয়ে খেলানো, সবই হচ্ছে সাকিবের ইচ্ছাতে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank