সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

১৪:৫৪, ৫ অক্টোবর ২০২৩

১৮৯

উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

 শুরু হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। বৃহস্পতিবার (৫ অক্টোবর) উদ্বোধনী ম্যাচে টস জিতেছে নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে কিউই অধিনায়ক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে।এক যুগ পর আবারও ওয়ানডে বিশ্বকাপ ফিরেছে দক্ষিণ এশিয়ায়। এবারের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছে গত বারের দুই ফাইনালিস্ট। ২০১৯ ফাইনালটা ইংল্যান্ডের পক্ষে কথা বললেও, এবার কি নিউজিল্যান্ডকে হারাতে পারবে ইংলিশরা?

ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৯৫ বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এতে ৪৫ বার জিতেছে ইংল্যান্ড। আর নিউজিল্যান্ডের জয় ৪৪ ম্যাচে। টাই হয়েছে ২ ম্যাচ, আর পরিত্যক্ত ৪টি।

তবে বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নিউজিল্যান্ড। ১০ বারের মোকাবিলায় ৫ জয় কিউইদের। তারা হেরেছে চারটিতে, টাই হয়েছে বাকি এক ম্যাচ।

 
নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, জেমস নিশাম, ট্রেন্ট বোল্ট

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank