সাকিবকে ‘মীরজাফর’ বললেন স্ত্রী শিশির!
সাকিবকে ‘মীরজাফর’ বললেন স্ত্রী শিশির!
সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেটের ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল। এই ক্রিকেটারের অনুরাগীদের ধারণা, এর পেছনে কলকাঠি নেড়েছেন সাকিব।
যদিও দেশের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব স্পষ্ট জানিয়ে দেন, বিশ্বকাপ দলে তামিমকে না নেওয়ার পেছনে তার কোনো ভূমিকা ছিল না।
তবে তামিমের অনুরাগীরা সেটা মানতে নারাজ। আর সেকারণে সাকিবকে ‘মীরজাফর’ বলে কটাক্ষ করছেন তারা।
এই কটাক্ষ খুব আঘাত করেছে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে। তাই চুপ না থেকে সামাজিক মাধ্যমে হয়েছেন সরব হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধুর ছাই, মীরজাফর ওখানে কীভাবে গেল? নিশ্চিত এটা মিথ্যা!’
আইসিসি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসান, মিশেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও মোহাম্মদ শামির একটি ছবি শেয়ার করেছেন। তাদের ছবি ও নামের পাশে বিশ্বকাপে নেওয়া তাদের উইকেটের সংখ্যা উল্লেখ করা হয়েছে।
আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়া বোলারদের মধ্যে তারা পাঁচজনই সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। এর মধ্যে অজি পেসার স্টার্ক ৪৯ উইকেট নিয়েছেন। বোল্ট নিয়েছেন ৩৯ উইকেট। সাকিব ও সাউদি সমান ৩৪টি করে উইকেট পেয়েছেন। ভারতের শামি দখল করেছেন ৩১টি উইকেট।
শিশিরের এই পোস্ট দাবানলের মতো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাকিবের ভক্তরা যেন এমন একটি পাল্টা জবাবের জন্য অপেক্ষা করছিলেন!
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান