সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেল ঘোষণা, আছেন আতাহার আলী

স্পোর্টস ডেস্ক

১২:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০২৩

৭২৫

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেল ঘোষণা, আছেন আতাহার আলী

আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। ইতোমধ্যে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে দলগুলো। বিশ্বকাপের সব ধরনের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। ক্রিকেট মাঠের পরিস্থিতি বর্ণনার দায়িত্ব থাকে ধারাভাষ্যকারদের কাছে। 

বিশ্বকাপের মতো বড় আসরে কারা ধারাভাষ্যকারের দায়িত্বে থাকবেন তা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আসন্ন বিশ্বকাপের ধারাভাষ্যকক্ষে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন আতহার আলী খান। এ ছাড়া বিশ্বকাপজুড়ে শোনা যাবে রিকি পন্টিং, নাসের হুসেইন, শেন ওয়াটসন ও ইয়ান বিশপের মতো কিংবদন্তিদের কণ্ঠস্বর।

ব্রডকাস্ট চ্যানেলগুলোর সঙ্গে চুক্তি করার সুবাদে বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন হার্শা ভোগলে, কাস নাইডো, মার্ক নিকোলস, নাটালিয়ে জারমানোস, মার্ক হওয়ার্ড ও ইয়ান ওয়ার্ড।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের ক্রিকেটের বিশ্ব আসরের।

আইসিসি'র ধারাভাষ্যকার প্যানেলে আছেন- ইয়ান মরগ্যান, রিকি পন্টিং, শেন ওয়াটসন, লিসা স্থালেকার, রমিজ রাজা, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, সুনিল গাভাস্কার, ম্যাথু হেইডেন, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, শন পোলক, আনজুম চোপড়া, মাইক আথারটন, আতহার আলী খান, সাইমন ডুল, পুমেলেলো এমবাংওয়া, সঞ্জয় মাঞ্জরেকার, কেটি মার্টিন, দীনেশ কার্তিক, ডার্ক ন্যানিস, স্যামুয়েল বদ্রি, রাসেল আরনোল্ড, হার্শা ভোগলে, কাস নাইডু, মার্ক নিকোলাস, নাতালিয়া জার্মানোস, মার্ক হাওয়ার্ড ও ইয়ান ওয়ার্ড।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank