মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বর্ণবাদের থাবা, রেফারি পাল্টে মাঠে নামছে পিএসজি-বাশাকশেহির 

স্পোর্টস ডেস্ক

১৮:০৪, ৯ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৮:৫৭, ৯ ডিসেম্বর ২০২০

৫৩৭

বর্ণবাদের থাবা, রেফারি পাল্টে মাঠে নামছে পিএসজি-বাশাকশেহির 

ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষ (উয়েফা) ঘোষণা দিয়েছে, নতুন একদল রেফারির অধীনে বুধবার (৯ ডিসেম্বর) রাত ১১ টা ৪৫ মিনিটে শুরু হবে পিএসজি বনাম ইস্তামবুল বাশাকশেহির চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ।  

মঙ্গলবার (৮ ডিসেম্বর) এর ম্যাচটিতে বর্ণবাদের অভিযোগে মাঠ ছাড়েন দুই দলের ফুটবলার ও কোচিং স্টাফরা। 

উয়েফা জানায়, ম্যাচের মূল রেফারির দায়িত্ব পালন করবেন নেদারল্যান্ডের ড্যানি মেককেলি এবং সহকারী কোচ হিসেবে থাকবেন তারই স্বদেশী মারিও ডিক্স ও পোল্যান্ডের মারসিন বোনিয়েক।

এছাড়া ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে থাকবেন পোল্যান্ডের বার্থোস ফ্রানকোসকি। আর ভিএআরের দায়িত্বে থাকবেন ইতালির মারকো ডি বেলো এবং মাউরিজো মারিয়ানি। 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) পিএসজির মাঠে ১৪তম মিনিটে বাশাকশেহিরের সহকারী কোচ ও সাবেক ক্যামেরুন ফরোয়ার্ড পিয়ের ওয়েবোকে লাল দেখানোর জন্য মূল রেফারিকে চতুর্থ রেফারি সেবাস্তিয়ান কোলতেসকু ‘ওই কালো লোকটা’ বলে সম্বোধন করেন। সেটি বুঝতে পেরেই রেগে যান ওয়েবো। ‘সে কালো লোক বলতে পারে না’ বলে চিৎকার করতে থাকেন।

সে সময়ে বাশাকশেহিরের বেঞ্চে থাকা সেনেগালিজ স্ট্রাইকার ডেম্বা বা রেফারির কাছে কৈফিয়ত চান। টিভিতে শোনা যায়, তিনি ইংরেজিতে বলছেন, ‘আপনি যখন কোনো ফরসা ব্যক্তিকে ডাকেন, তখন তো বলেন না “ওই যে সাদা লোকটা”। আপনি তখন বলেন, “ওই লোকটা।” তাহলে কালো ব্যক্তির ক্ষেত্রে কেন “কালো লোকটা” বলছেন?’ 

কথা কাটাকাটির এক পর্যায়ে মাঠ ছেড়ে উঠে যান দুই দলের খেলোয়াড়রা। পরে তাদেরকে বুঝিয়ে আবারও মাঠে নামাতেই চাইলে নেইমার বলেন, ‘আমরা এই রেফারির অধীনে খেলব না।’
এমবাপ্পেও তার সাথে একমত পোষণ করে জানান, এই চেহারাটা সরে না যাওয়া পর্যন্ত আমরা মাঠে নামবো না। 

ম্যাচটি ১৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র ছিল। আজ সেখান থেকেই খেলা শুরু হবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank