বাংলাদেশকে আট নম্বরে নামিয়ে দিলো শ্রীলঙ্কা
বাংলাদেশকে আট নম্বরে নামিয়ে দিলো শ্রীলঙ্কা
এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিলো হতাশাজনক। টাইগারদের এশিয়া কাপের পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে। বাংলাদেশকে পেছনে ফেলে এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠেছে শ্রীলঙ্কা। আর বাংলাদেশ সাত থেকে নেমে গেছে আট নম্বরে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সর্বশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাংকিং প্রকাশ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ অবস্থান অষ্টম স্থানে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল সাতে। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ৯২। অন্যদিকে এক ধাপ এগিয়ে সাত নম্বরে যাওয়া লঙ্কানদের রেটিং পয়েন্ট ৯৩।
১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে উঠে গেছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১৬। র্যাংকিংয়ের এক নম্বরে থেকে পাকিস্তান এশিয়া কাপ শুরু করেছিল। তবে আসরটিতে খেলা পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জেতায় তাদের অবনতি হয়েছে। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে তিন আছে তারা।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড চারে (১০৩ রেটিং পয়েন্ট), নিউজিল্যান্ড পাঁচে (১০২ রেটিং পয়েন্ট) ও দক্ষিণ আফ্রিকা ছয়ে (১০১ রেটিং পয়েন্ট) অবস্থান করছে। র্যাংকিংয়ের শীর্ষ দশের বাকি দুটি স্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান (৮০ রেটিং পয়েন্ট) ও ওয়েস্ট ইন্ডিজ (৬৮ রেটিং পয়েন্ট)।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান