সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

১২:১৪, ১১ সেপ্টেম্বর ২০২৩

৩৩৮

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

চমক রেখে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

ঘোষিত দলে কেন্দ্রীয় চুক্তিতে না থাকা সত্ত্বেও দুইজনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা চমক সৃষ্টি করেছে। নিউজিল্যান্ড দলে ২০১৯ বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অলরাউন্ডার জিমি নিশামকে রাখা হয়েছে। এছাড়া স্কোয়াডে রয়েছেন ট্রেন্ট বোল্ট। এই দুই ক্রিকেটারই দেশটির কেন্দ্রীয় চুক্তির বাইরে রয়েছেন।

গত এপ্রিলে আইপিএল খেলার সময় হাঁটুতে গুরুতর চোট পাওয়া অধিনায়ক কেন উইলিয়ামসন দলে ফিরেছেন।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত স্পিনার রাচিন রবীন্দ্র। এছাড়াও প্রথমবার বিশ্বকাপ খেলতে চলেছেন উইল ইয়াংও।

ভারত বিশ্বকাপের মধ্য দিয়ে উইলিয়ামসন এবং পেসার টিম সাউদি চতুর্থবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘কয়েকজন চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলবেন। আবার কেউ প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সকলের জন্যই উত্তেজনাপূর্ণ মুহূর্ত অপেক্ষা করছে।’

বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়াংও।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank