সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার চাপে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

১৮:১৭, ৯ সেপ্টেম্বর ২০২৩

২৬৩

এবার চাপে শ্রীলঙ্কা

দারুণ খেলতে থাকা দুই সেট ব্যাটারকে বিদায় করে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দিয়েছেন শরিফুল ইসলাম। প্রথমে ফিফটির দিকে ছুটতে থাকা পাথুম নিসাঙ্কাকে (৪০) লেগ বিফোরের ফাঁদে ফেলে এবং পরের ওভারে ফিফটির দেখা পাওয়া কুশল মেন্ডিসকে (৫০) তাসকিন আহমেদের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসারের বলে।

 এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩১ রান।  

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শনিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের আগের তিন ম্যাচেই টস জিতেছিলেন সাকিব আল হাসান, তিনবারই তিনি নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও আগে ব্যাটই করতে চেয়েছিলেন। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে সতর্ক শুরু করেছিলেন দুই ওপেনার নিসাঙ্কা ও করুনারত্নে। দারুণ বোলিং করতে থাকা বাংলাদেশি পেসারদের ভালোই সামলাচ্ছিলেন তারা।

যদিও ইনিংসের প্রথম ওভারেই উইকেট পেয়েছিলেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারি সোজা আঘাত হানে পাথুম নিসাঙ্কার প্যাডে। এলবিডব্লিউ আবেদনের সঙ্গে সঙ্গেই আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে সফল হন নিসাঙ্কা। তাই প্রথম উইকেটের জন্য বাংলাদেশের অপেক্ষা কিছুটা বেড়ে যায়। যার অবসান ঘটে হাসান মাহমুদের হাত ধরে। ইনিংসের ষষ্ঠ ওভারে দিমুথ করুনারত্নেকে শিকার করে ব্রেক থ্রু এনে দেন ডানহাতি এই পেসার। ভাঙে ৩৪ রানের উদ্বোধনী জুটি।  

করুনারত্নে অবশ্য কিছুটা আগ্রাসী ছিলেন। কিন্তু ১৭ বলে ৩ চারে ব্যক্তিগত ১৮ রানেই ফিরতে হলো তাকে। ব্যাক অফ লেংথে করা হাসানের দুর্দান্ত ডেলিভারিটি তার ব্যাটের কানায় লেগে আশ্রয় নেয় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে। করুনারত্নে সাজঘরে ফেরায় তাই ব্যাটিংয়ে নামতে হয় কুশল মেন্ডিসকে।

শুরুর ধাক্কা সামলে মেন্ডিসকে নিয়ে এগোতে থাকেন নিসাঙ্কা। কিন্তু ১৯তম ওভারে তাকে নতুন জীবন দেন মুশফিক। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে সহজ ক্যাচটি লুফে নিতে পারেননি এই উইকেটরক্ষক। নিসাঙ্কা তখন ব্যাট করছিলেন ৩৬ রান। কিন্তু এরপর কেবল ৪ রানই যোগ করতে পারেন এই ওপেনার। তাকে ফিরিয়ে ৭৪ রানের জুটি ভাঙেন শরিফুল।  

শরিফুলের পরবর্তী ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ফিফটির দেখা পান মেন্ডিস। কিন্তু ওভারের পঞ্চম বলে থার্ড ম্যান অঞ্চলে থাকা তাসকিনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন লঙ্কান টপ অর্ডার ব্যাটার। ৭৩ বলে ঠিক ৫০ রানে আউট হয়েছেন তিনি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank