টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হলো বাংলাদেশ ক্রিকেট দল। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার সঙ্গে টস করতে নেমে কয়েন নিক্ষেপে জয় পেলেন সাকিব আল হাসান এবং টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পাল্লেকেলে স্টেডিয়ামে এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এবারও কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতলেন তিনি।
তবে সাকিবের লক্ষ্য, লঙ্কানদের কম রানের মধ্যে বেধে ফেলা। এ কারণেই মূলত প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা মাস্ট উইন গেম। এই ম্যাচে যেভাবেই হোক জিততে চাই। এ কারণে আমরা চাই নিজেদের সেরাটা দিয়ে খেলতে। আমাদের খুব দ্রুত নিজেদের এডজাস্ট করে নেয়া প্রয়োজন। আফিফ হোসেনের পরিবর্তে আজ খেলবেন নাসুম আহমেদ।’
দাসুন শানাকা চেয়েছিলেনই প্রথমে ব্যাট করার জন্য। টস হারলেও তার চাওয়া পূরণ হয়েছে। তিনি বলেন, ‘কলম্বোর এই মাঠ দারুণ ব্যাটিং ট্র্যাক। বিশেষ করে বোলাররা সুবিধা পাবে ফ্লাডলাইটের আলোয়। তখন বল ঘুরতেও পারে।’ লঙ্কান দলে কোনো পরিবর্তন নেই আজ।
বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথা ওয়েলেগেলে, মাহেশ থিকসেনা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান