জিততে জিততে আফগানদের হার, সুপার ফোরে শ্রীলঙ্কা
জিততে জিততে আফগানদের হার, সুপার ফোরে শ্রীলঙ্কা
ইনিংসের ৩৭তম ওভার। ১ বলে ৩ রান নিলেই সুপার ফোরে যাবে আফগানিস্তান। বোলিংয়ে ধানাঞ্জায়া ডি সিলভা। অন্যদিকে ব্যাটিংয়ে আফগান মুজিবুর রহমান। বল করার সঙ্গে সঙ্গে ব্যাট চালালেন। তবে লং অনে ধরা পড়লেন ফিল্ডারের হাতে। সেইসঙ্গে সুপার ফোরের স্বপ্ন শেষ আফগানদের।
শেষ পর্যন্ত আর ম্যাচও জিততে পারেনি আফগানিস্তান। রশিদ-নবিদের ২ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে শ্রীলঙ্কা।
এশিয়া কাপের বাঁচ-মরার লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারাতে হারাতেও হারাতে পারলো না আফগানিস্তান। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
আফগানিস্তানের জন্য টার্গেট দাঁড়ায় ২৯১ রানের। সুপার ফোরে যেতে শুধু জিতলেই হবে না। ৩৭ ওভারে ১ বলে ২৯২ রান করতে পারলেই মিলবে সুপার ফোরের টিকিট।
এমন সমীকরণে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান।
দলীয় ২৭ রানের মধ্যে দুই উইকেট হারায় আফগানরা। এরপর দলীয় ৫০ রানে ১৬ বলে ২২ রান করা গুলাবউদ্দিন নায়বের উইকেট হারায় আফগানিস্তান। এরপর ৭১ রানের জুটি গড়ে শুরু ধাক্কা সামাল দেন রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদি।
দলীয় ১২১ রানে ৪০ বলে ৪৫ রান করে সাজঘরে ফিরে যান রহমত। এরপর শাহিদিকে সঙ্গে নিয়ে মারমুখি ব্যাটিং করতে থাকেন মোহাম্মদ নবি।
দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে ৮০ রান যোগ করেন। দলীয় ২০১ রানে ৩২ বলে ৬৫ রান করে আউট হন নবি। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় আফগানিস্তান। ৬৬ বলে ৫৯ রান করে শাহিদি। শেষ দিকে জয়ের আশা দেখিয়ে হার নিয়ে মাঠ ছাড়েন রশিদ খান। শেষ পর্যন্ত ২ রানের হারে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয় আফগানদের।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান