মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোহলির রেকর্ড ভাঙতে সাত রান পেছনে বাবর

স্পোর্টস ডেস্ক

১১:৪২, ১ সেপ্টেম্বর ২০২৩

২৮৪

কোহলির রেকর্ড ভাঙতে সাত রান পেছনে বাবর

এশিয়া কাপে শনিবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচে বিরাট কোহলির একটি রেকর্ড ভেঙে দিতে পারেন বাবর আজম। সেই রেকর্ড ভাঙতে মাত্র সাত রান দরকার বাবরের। ক্যান্ডিতে সেই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।

অধিনায়ক হিসাবে ওডিআইতে দ্রুততম ২০০০ রান করার রেকর্ড রয়েছে কোহলির। বাবর অধিনায়ক হিসাবে ৩০ ইনিংসে ১৯৯৪ রান করেছেন। আর সাত রান করলেই কোহলিকে টপকে যাবেন তিনি।

বুধবার নেপালের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে একটি রেকর্ড গড়েছেন বাবর। দ্রুততম ক্রিকেটার হিসাবে ১৯তম শতরান করেছেন তিনি। বাবরের লেগেছে ১০২ ইনিংস।

তিনি টপকে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলাকে। তার লেগেছিল ১০৪ ইনিংস। এখানে অনেকটাই পিছিয়ে কোহলি। তার লেগেছিল ১২৪ ইনিংস।

ইউক্রেনের সেনা ঝাপোরিজ্ঝিয়াতে বেশ কিছুটা এগোতে পেরেছে। এরপর তারা সবদিক থেকে রাশিয়াকে চাপে রাখতে চাইছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank