মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পর্দা উঠল এশিয়া কাপের

স্পোর্টস ডেস্ক

১৭:১০, ৩০ আগস্ট ২০২৩

২৬৩

পর্দা উঠল এশিয়া কাপের

অপেক্ষায় পালা শেষ। পর্দা উঠল এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই ‘এশিয়া কাপ’-এর। এবারের আসরের প্রথম দিন মাঠে নেমেছে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নেওয়া নেপাল।

বুধবার (৩০ আগস্ট) পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাবর আজমরা।

হাইব্রিড মডেলের এশিয়া কাপে আইসিসির ওয়ানডে টিম র‍্যাংকিংয়ে শীর্ষে থেকে মাঠে নামছে পাকিস্তান। অন্যদিকে, প্রথমবার খেলতে এসেই উদ্বোধনী দিনে বড় পরীক্ষার মুখে পড়তে হচ্ছে নেপালকে। দুইবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে রোহিত পৌডেলের নেতৃত্বাধীন দলটি। তবে বড় প্রতিপক্ষের সামনে ভীত নন নেপাল অধিনায়ক। জানালেন, যোগ্য দল হিসেবেই এবারের এশিয়া কাপে এসেছেন তারা।   

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

নেপাল একাদশ

রোহিত কুমার পৌডেল (অধিনায়ক), মোহাম্মদ আসিফ শেখ, কুশাল ভুরটেল, ললিত নারায়ণ রাজবানশি, কুশাল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরে, সন্দ্বীপ লামিচানে, কারান এলসি, গুলশান কুমার ঝা, আরিফ শেখ ও সোমপাল কামি।

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank