মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইতিহাসে প্রথমবার ‘লাল কার্ড’ দেখানো হলো ক্রিকেটারকে

স্পোর্টস ডেস্ক

১৭:০১, ২৮ আগস্ট ২০২৩

২৩৩

ইতিহাসে প্রথমবার ‘লাল কার্ড’ দেখানো হলো ক্রিকেটারকে

ক্রীড়াঙ্গনে লাল কার্ডের ব্যবহার নতুন কিছু নয়। ফুটবল ম্যাচে এই কার্ডের প্রচলন চলে আসছে বহুদিন ধরে। কিন্তু ক্রিকেট মাঠেও এবার দেখা গেল লাল কার্ড। ঘোষণা ছিল আগেই, এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-এ(সিপিএল) থাকবে লাল কার্ডের ব্যবহার। অবশেষে ফ্রাঞ্চাইজি লিগটির ১১টি ম্যাচ পর তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব।

লাল কার্ড দেখে ক্রিকেটের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে মাঠে ছাড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল)  ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে লাল কার্ড দেখেন তিনি।

চলতি আসর শুরুর আগেই জানানো হয়েছিল ম্যাচে শাস্তি হিসাবে লাল কার্ড দেখানোর নিয়ম চালু থাকবে। স্লো ওভার রেটের চূড়ান্ত শাস্তি হিসেবে লাল কার্ডের প্রচলন ত্রিনবাগো নাইট রাইডার্সের সুনীল নারিনকে দিয়ে শুরু হলো।

টুর্নামেন্টের ১২তম ম্যাচে এসে আম্পায়ারদের লাল কার্ড ব্যবহার করতে হলো। ২০তম ওভারের প্রথম বলের আগে নির্ধারিত সময় পার হয়ে যায়। তাই আম্পায়ার লাল কার্ড ব্যবহার করেন।

নিয়ামানুযায়ী লাল কার্ড দেখানো হলে একজন ক্রিকেটারকে মাঠ ছেড়ে চলে যেতে হবে। তবে কে বের হবেন, তা নির্ধারণ করবেন সেই দলের অধিনায়ক। নাইট রাইডার্সের অধিনায়ক কাইরন পোলার্ড নারিনকে বের হয়ে যেতে বলেন। ফলে শেষ ওভারে ১০ জন ফিল্ডার ও কেবল মাত্র দুই জন ক্রিকেটার ৩০ গজের বাইরে রেখে বল করতে হয়।

নারিনের লাল কার্ড অবশ্য নাইট রাইডার্সের জয়ের পথে কোনো বাধা হয়নি। সেন্ট কিটসের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে ১৮তম ওভারেই জিতে নেয় পোলার্ডের দল। তবে ম্যাচ শেষে এই নিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিনবাগো অধিনায়ক।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank