মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এশিয়া কাপ থেকে বাদ এবাদত, জায়গা পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

১৭:০৭, ২২ আগস্ট ২০২৩

আপডেট: ১২:৫৪, ২৩ আগস্ট ২০২৩

৩৬৫

এশিয়া কাপ থেকে বাদ এবাদত, জায়গা পেলেন সাকিব

হাঁটুর ইনজুরিতে আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ফাস্ট বোলার এবাদত হোসেন। তার জায়গায় আনক্যাপড পেসার তানজিম হাসান সাকিবের নাম ঘোষণা করেছেন বিসিবির জাতীয় নির্বাচন প্যানেল। গত ১২ আগস্ট দল ঘোষণার সময় স্ট্যান্ডবাইয়ের তালিকায় ছিলেন জুনিয়র সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে গত মাসের ওয়ানডে সিরিজে এন্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে পড়েন এবাদত। পুনর্বাসনে ছিলেন তিনি। আশা করা হচ্ছিল, এশিয়া কাপের আগে সেরে উঠবেন এই পেসার।

বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘ইনজুরির পর ছয় সপ্তাহ পুনর্বাসনে ছিলেন এবাদত। এই সময়ে অনেক এমআরআই করানো হয়েছে তার। রিপোর্ট বলছে এসিএল এখনও উদ্বেগজনক এবং আরও চিকিৎসা দরকার। তিনি এশিয়া কাপ খেলবেন না।’

এবাদতের চোটে কপাল খুললো তানজিম সাকিবের। ৩৭ লিস্ট এ ম্যাচে তার উইকেট ৫৭টি। সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপে তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি।

আগামী ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর তাদের পরের ম্যাচ লাহোরে, আফগানিস্তানের সঙ্গে।

এশিয়া কাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শামীম হোসেন, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, তানজিম হাসান সাকিব, নাঈম শেখ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank