মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশ সিরিজে বাজে আচরণে ২ ম্যাচ নিষিদ্ধ ভারতীয় অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

২১:৩৬, ২৫ জুলাই ২০২৩

৫২৭

বাংলাদেশ সিরিজে বাজে আচরণে ২ ম্যাচ নিষিদ্ধ ভারতীয় অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় চরম বাজে আচরণের কারণে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিতকে।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ম্যাচে বাজে আচরণের কারণে তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানাও করা হয়। 

গত শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মেজাজ হারিয়ে বাজে আচরণ করেন হারমানপ্রিত। প্রথমে নিজের আউটের সিদ্ধান্ত না মেনে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। দর্শকদের উদ্দেশেও কিছু একটা বলে বেরিয়ে যান।

রোমাঞ্চকর উত্তেজনায় ম্যাচ টাই হওয়ার পরে পুরস্কার বিতরণী আয়োজনে আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। এমনকি বাংলাদেশে পরেরবার আসতে হলেও বাজে আম্পায়ারিংয়ের কথা মাথায় রেখে প্রস্তুত হয়ে আসবেন বলেন তিনি। 

শুধু তাই নয়, ট্রফি নিয়ে দুই দলের ছবি তোলার সময় প্রতিপক্ষ বাংলাদেশ দলের দিকে ছুড়ে দেন তির্যক মন্তব্য। ভারত অধিনায়কের এমন অস্বাভাবিক আচরণে ছবি তোলার কার্যক্রম সংক্ষিপ্ত করে ড্রেসিংরুমে ফিরে যায় বাংলাদেশ দল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank