মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এশিয়া কাপে ভ্রমনের জন্য দলগুলোকে চার্টার্ড ফ্লাইট দিবে এসিসি

স্পোর্টস ডেস্ক

২৩:৩২, ২০ জুলাই ২০২৩

২৭২

এশিয়া কাপে ভ্রমনের জন্য দলগুলোকে চার্টার্ড ফ্লাইট দিবে এসিসি

এশিয়া কাপ চলাকালীন পাকিস্তান ও শ্রীলংকায় ভ্রমণের জন্য অংশগ্রহণকারী দলগুলোকে চার্টার্ড ফ্লাইট দিবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

হাইব্র্রিড মডেলে প্রথমবারের মত দু’টি ভিন্ন দেশ- শ্রীলংকা ও পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। হাইব্রিড মডেলের পেছনে প্রধান কারণ হলো, রাজনৈতিক কারনে মূল আয়োজক পাকিস্তান সফরে যেতে রাজি নয় ভারত।

এশিয়া কাপে নিজেদের সব ম্যাচ শুধুমাত্র শ্রীলংকার মাটিতেই খেলবে ভারত। টুর্নামেন্টের বাকি পাঁচটি দল নিজেদের ম্যাচগুলো শ্রীলংকা ও পাকিস্তানের মাটিতে খেলবে। ৭২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ক্যান্ডি ও লাহোরে গ্রুপ পর্বে নিজেদের দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর অর্থ হল, প্রায় ২৭৭০ কিলোমিটার আকাশপথে ভ্রমণ করতে হবে বাংলাদেশকে।

যেহেতু দীর্ঘ ভ্রমন এবং আন্তর্জাতিক অঙ্গনের চাপে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়বে, সেহেতু অংশ নেয়া দলগুলোর জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে এসিসি।

আজ বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ক্যান্ডিতে প্রথম ম্যাচ খেলার পর, পরের ম্যাচের জন্য পাকিস্তানে উড়ে যেতে হবে আমাদের। এটি নিয়ে আমাদের কিছু করার নেই। এজন্য ভ্রমণকে আরামদায়ক করতে, সবার জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে এসিসি।’

একটি টুর্নামেন্টের জন্য দু’টি দেশ ভ্রমণে অভ্যস্ত নয় খেলোয়াড়রা। এমন ভ্রমণ শারীরিক ও মানসিকভাবে বিরূপ প্রভাব ফেলতে পারে। কিন্তু টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবার কারনে প্রশ্ন তোলার মতো অবস্থায় নেই বিসিবি।

ইউনুস আরও বলেন, ‘ভ্রমণ অবশ্যই বিরূপ প্রভাব ফেলবে। আপনি যদি আকাশপথে ভ্রমণ করেন তাহলে আপনাকে দুই বা তিন ঘন্টা হাতে রেখে বিমানবন্দরে পৌঁছানো নিশ্চিত করতে হবে । যেহেতু কেউ কোন প্রশ্ন তোলেনি, এজন্য সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে আমাদেরকে।’ 
আগামী বিশ্বকাপের সেরা প্রস্তুতির জন্য এশিয়া কাপ বাংলাদেশের জন্য গুরুত্ব¡পূর্ণ। ইউনুস বলেন, ‘বিশ্বকাপের আগের টুর্নামেন্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই শিরোপা জিততে চায়। আমরাও ব্যতিক্রম নই। আমরা সেখানে শিরোপা জিততে যাবো এবং এটাই আমাদের লক্ষ্য।’

এখন পর্যন্ত তিন বার এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি তারা। তিনি বলেন, ‘প্রত্যকটি ম্যাচকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমাদের। অবশ্যই আমরা শিরোপা জয়ের জন্য খেলবো ।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank