মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন, পপুলার চয়েজ সাবিনা

স্পোর্টস ডেস্ক

২০:৩৭, ২৮ মে ২০২৩

৩২১

বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন, পপুলার চয়েজ সাবিনা

বাংলাদেশর ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি। আর ১৯৬৪ সাল থেকে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার প্রদান করে আসছে বিএসপিএ। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ক্রীড়াবিদদের পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। 

রোববার (২৮ মে) রাজধানীর একটি হোটেল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন ফুটবলার সাবিনা খাতুন ও আর্চার নাসরিন আক্তারকে। 

এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২-এর সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন লিটন। তবে এবার লিটনকে পেছনে ফেলেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। দর্শকের ভোটে নির্বাচিত হয়েছেন সাফজয়ী অধিনায়ক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক।

২০২২ সালের পুরস্কার প্রাপ্তদের তালিকা:

বর্ষসেরা ক্রীড়াবিদ: লিটন দাস (ক্রিকেট)
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল)
বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস
বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি
বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল) 
বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন
বর্ষসেরা আর্চার: নাসরিন আক্তার
বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম
বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান
বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী ছোটন (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল)
উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)
তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)।

বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার)
সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন 
বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank