অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক ব্রায়ন বুথ আর নেই
অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক ব্রায়ন বুথ আর নেই
অস্ট্রেলিয়ার ৩১তম পুরুষ টেস্ট দলের অধিনায়ক ব্রায়ান বুথ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯।
তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি।
নিক হকলি বলেছেন, ব্রায়নকে ক্রিকেট এবং এর বাইরেও অত্যন্ত সম্মানিত এবং প্রশংসিত করা হয়েছিল। আমরা তার স্ত্রী জুডি, পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। তার একটি অসাধারণ জীবন ছিল। দুঃখজনকভাবে আমরা তা মিস করব। ক্রিকেটে তার অবদান অনুপ্রেরণা হয়ে থাকবে এবং সর্বদা স্মরণ করা হবে।
অজিদের জার্সিতে ১৯৬১ সালে তার অভিষেক হয়েছিল। এর আগে, ১৯৫৬ সাল পর্যন্ত মেলবোর্ন অলিম্পিকে অজিদের প্রতিনিধিত্ব করার কীর্তি আছে তার।
অজিদের হয়ে ২৯টি টেস্ট ম্যাচে খেলেছেন বুথ। এর মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। আর টেস্টে ১ হাজার ৭৭৩ রান করেছেন তিনি।
ক্রিকেটে বিশেষ অবদানের কারণে তাকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য করা হয়। এরপর ১৯৮২ সালে ‘এমবিই’ ও ২০১৪ সালে তাকে এনএসডব্লিউ ‘হল অফ ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান