সাকিবকে ছাড়াই টাইগারদের সম্ভাব্য একাদশ
সাকিবকে ছাড়াই টাইগারদের সম্ভাব্য একাদশ
সাকিব আল হাসানকে ছাড়াই সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছেন টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি আজ তামিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
চোট পাওয়ায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে সাকিব আল হাসানকে। এটি নিঃসন্দেহে টাইগার শিবিরের জন্য দুঃসংবাদ।
আইরিশদের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ওয়ানডেতে জয় ছিনিয়ে আনে তামিম ইকবালের দল।
আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পান টাইগার এই বিশ্বসেরা অলরাউন্ডার। হাত ফসকে ক্যাচের পর তিনি পুরো ম্যাচেই ফিল্ডিং করেছেন, ব্যাটও করেছেন সাবলীলভাবেই। ৫ বাউন্ডারিতে ২৬ রান করে আউট হন তিনি। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৬১ রানের জুটি গড়েন তিনি। শান্তর অভিষেক সেঞ্চুরিতে বাংলাদেশ জয় পেয়েছে ৩ উইকেটের ব্যবধানে।
তবে ম্যাচশেষে তার হাত পর্যবেক্ষণ করেন বিসিবির ফিজিও। এক্সরে রিপোর্ট পাওয়ার পরই ফিজিও বায়েজিদুল ইসলাম খান দুঃসংবাদ দিয়েছেন। আঙুলের চোটে ছয় সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন সাকিব।
সাকিব যেহেতু থাকছেন না, সে ক্ষেত্রে নতুন কাউকে দেখা যাবে একাদশে। তবে ধারণা করা হচ্ছে সাকিবের জায়গায় একাদশে ফিরছেন ইয়াসির আলি রাব্বি।
এদিকে শেষ ম্যাচে বল হাতে বেধড়ক মার খেয়েছিলেন শরিফুল ইসলাম। যদিও বল হাতে তুলে নিয়েছিলেন ২ উইকেট। সে ক্ষেত্রে হয়তো বা শেষ ম্যাচের একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানও। বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ইয়াসির রাব্বি, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান