মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘হাইব্রিড’ মডেলের এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার আপত্তি

স্পোর্টস ডেস্ক

২১:৪০, ১০ মে ২০২৩

৩৭৮

‘হাইব্রিড’ মডেলের এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার আপত্তি

এ বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপের। কিন্তু রাজনৈতিক কারণে পাকিস্তানে খেলতে যেতে রাজি নয় ভারতীয় ক্রিকেট দল। এজন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সভায় ‘হাইব্রিড’ মডেলে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা উপস্থাপন করেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কিন্তু পিসিবির ‘হাইব্রিড’ মডেলের ব্যাপারে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও  শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ইএসপিএন ক্রিকনইনফোর এক প্রতিবেদনে বলা হয়, পিসিবির ‘হাইব্রিড’ মডেলটি ছিলো এমন- ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে টুর্নামেন্টের অন্য খেলা নিজেদের মাঠে আয়োজন করা। তবে ওয়ানডে বিশ্বকাপের এক মাস আগে এমন ভ্রমণ সূচিতে রাজি নয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বিসিবি ও এসএলসি জানিয়েছে, সেপ্টেম্বরের সংযুক্ত আরব আমিরাতে গরমের তাপমাত্রা বেশি থাকায় ভ্রমণে রাজি নয়।

এ ব্যাপারে ক্রিকইনফোকে এসএলসির সচিব মোহন ডি সিলভা বলেন, ‘এসিসিকে এই হাইব্রিড মডেলের বিপক্ষে আমাদের অবস্থান লিখিত আকারে জানিয়েছি। এর বাইরে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। সংযুক্ত আরব আমিরাতে এ সময়ে বেশ গরম থাকে।’

এ ব্যাপারে পিসিবির এক কর্মকর্তা জানান, পাকিস্তানে খেলতে কোন আপত্তি নেই বলে ই-মেইলে জানিয়েছে বিসিবি ও এসএলসি। গত এশিয়া কাপের ইস্যু টেনে পিসিবির ঐ কর্মকতা আরও জানান, গত বছরও আগস্টের ২৭ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আরব আমিরাতেই এশিয়া কাপ হয়েছিল। ২০১৮ সালেও ওয়ানডে এশিয়া কাপ সেপ্টেম্বরের ১৫-২৮ তারিখের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল।

২০১৮ ও ২০২২ সালের এশিয়া কাপ আরব আমিরাতে হলেও অফিশিয়াল আয়োজক ছিল না। গতবার অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা থেকে সেটি সরে যায়। আগামী এশিয়া কাপে নিরপেক্ষ ভেন্যু হতে রাজি শ্রীলঙ্কা। ডি সিলভা বলেন, ‘যদি শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব আসে, আমরা সেটি গ্রহণ করবো। অফিশিয়াল আয়োজক হিসেবে থাকবে পাকিস্তান।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank