বাংলাদেশ দলে যোগ দিয়েছেন সাকিব
বাংলাদেশ দলে যোগ দিয়েছেন সাকিব
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের চেমসফোর্ডে থাকা বাংলাদেশ দলে গতকাল যোগ দিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ।
সাকিব যখন দলে যোগ দেন তখন আয়ারল্যান্ড উলভসের সাথে অনুশীলন ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিলো বাংলাদেশ। কিন্তু বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে আরও দু’দিন অনুশীলন করবে বাংলাদেশ। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ১২ ও ১৪ মে। সিরিজের তিনটি ম্যাচই হবে ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে।
ইতোমধ্যে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আসন্ন সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টে সরাসরি খেলার সুযোগ পাবে আইরিশরা।
গত মার্চ-এপ্রিলে দ্বিপাক্ষীক সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিলো আয়ারল্যান্ড। ঐ সিরিজে নিজেদের সেরাটা খেলতে পারেনি আইরিশরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০, টি-টোয়েন্টি সিরিজ ২-১ এবং এক ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিলো বাংলাদেশ।
মে মাসে নিজ দেশে বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজটি খেলবে আয়ারল্যান্ড।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান