মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইংল্যান্ডের পথে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

১৩:৪৩, ১ মে ২০২৩

৩৭৭

ইংল্যান্ডের পথে টাইগাররা

কয়েকদিন আগেই বাংলাদেশে এসে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলে গেলো আয়ারল্যান্ড। এবার ফিরতি সফরে ইংল্যান্ডে গিয়ে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ সামনে রেখে সিলেটে ক্যাম্প করে এসেই গতকাল রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাতে প্রথম বহরে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেন পাঁচ ক্রিকেটার। এবার দ্বিতীয় বহরে আজ সোমবার (০১ মে) সকালে দলের বাকি সদস্যরাও দেশ ছাড়েন।

আজ সকাল ১০টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  ত্যাগ করে জাতীয় দলের ক্রিকেটারদের দ্বিতীয় বহর। মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, রনি তালুকদার ও হাসান মাহমুদরা দ্বিতীয় বহরে দেশ ছেড়েছেন।

এর আগে, গতকাল প্রথম বহরে দেশ ছেড়েছিলেন পাঁচ ক্রিকেটার এবং কোচিং স্টাফ। এদিকে, আইপিএলের মাঝপথ থেকেই পারিবারিক কারণে দেশে ফিরে আসলেও দলের অন্যদের সঙ্গে দেশ ছাড়েননি লিটন দাস। আগামী ৩ মে সরাসরি দলের সঙ্গে যুক্ত হবেন লিটন। এছাড়া, মুস্তাফিজুর রহমানও আইপিএল খেলতে ভারতে থাকায় সরাসরি সেখান থেকেই ইংল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন। আর যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে থাকা সাকিব আল হাসানও সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। 

আগামী ৫ মে লন্ডনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগার বাহিনী।

আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম,  মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মাহমুদ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank