শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১ || ০১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসিকে ৪ হাজার ৭০০ কোটি দিতে চায় যে ক্লাব

স্পোর্টস ডেস্ক

২৩:৪৫, ৫ এপ্রিল ২০২৩

১৩০৩

মেসিকে ৪ হাজার ৭০০ কোটি দিতে চায় যে ক্লাব

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে দলে পেতে ৪ হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। 

পিএসজিতে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। যে কারণে তাকে পেতে আগে থেকে দৌড়ঝাঁপ শুরু করেছে ক্লাবগুলো। এই ফাঁকে মেসির জন্য অভাবনীয় এক প্রস্তাব দিল সৌদি আরবের ক্লাব আল হিলাল।

সাতবার ব্যালন ডি অরজয়ী এই ফুটবলারের পেছনে বছরে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি তারা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চার হাজার ৭০০ কোটি টাকা। মেসির চাহিদার সবই মেনে নেওয়া হয়েছে এই প্রস্তাবে। এমনটাই জানিয়েছেন ইতালির সাংবাদিক ফাব্রিজিও রোমানো। খবর ইএসপিএনেরও।

মঙ্গলবার ইতালীয় সংবাদকর্মী ফাব্রিজিও রোমানো টুইটে এই খবর দেন। এর আগে মেসির চিরপ্রতিদ্ব›দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। ইতিহাসের অন্যতম সেরা এ দুই খেলোয়াড়কে উড়িয়ে এনে ঘরোয়া ফুটবল জমিয়ে তুলতে চায় সৌদি আরব।

গোল ডটকম নিশ্চিত করেছে, আল নাসরে রোনাল্ডো প্রতি মৌসুমে যে বেতন (২০ কোটি ১৮ লাখ ইউরোর কিছু বেশি) পান, মেসি আল-হিলালে গেলে তার প্রায় দ্বিগুণ বেতন পাবেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank