মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১০:২৪, ৪ এপ্রিল ২০২৩

৩৫৮

আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একমাত্র টেস্টের সিরিজ, যেখানে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। সেখানে শুরুতেই টস ভাগ্যে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। তাই করতে হবে আগে ফিল্ডিং। এর আগে টেস্ট খেলুড়ে যত দেশের মুখোমুখি হয়েছিল টাইগাররা সবগুলোতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। এমনকি আফগানদের বিপক্ষেও টেস্টে হারতে হয়েছিল।

মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। সরাসরি দেখাবে গাজী টিভি ও টি স্পোর্টস।

মিরপুরের পিচ পেসারদের সুবিধা অনুযায়ী বানানোয় আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ইনজুরিতে থাকায়, দলে রয়েছেন ইবাদত হোসেন, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

এদিকে তামিমকে নিয়ে টেস্টের আগের দিন শঙ্কা জাগলেও আজ একাদশে রয়েছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর এবার বাংলাদেশের লক্ষ্য টেস্ট সিরিজ জেতা।

আজকের ম্যাচে একসঙ্গে ৭ ক্রিকেটারের টেস্ট অভিষেক হচ্ছে। যার সবগুলোই সফরকারি আয়ারল্যান্ডের।

আয়ারল্যান্ড স্কোয়াড

মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট।

বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, সাদমান ইসলাম।

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank