শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাত্র সাত মাসেই ছাঁটাই চেলসি কোচ পটার

স্পোর্টস ডেস্ক

১৭:১৪, ৩ এপ্রিল ২০২৩

৩৬৫

মাত্র সাত মাসেই ছাঁটাই চেলসি কোচ পটার

মাত্র সাত মাসের মাথায় চাকরি হারালেন চেলসির ইংলিশ কোচ গ্রাহাম পটার। দলের বাজে ফর্মের জেড় ধরেই তাকে ছাঁটাই করা হয়েছে বলে চেলসির এক বিবৃতিতে বলা হয়েছে।  শনিবার এ্যাস্টন ভিলার কাছে স্ট্যামফোর্ড ব্রীজে ২-০ গোলে পরাজিত হয়ে প্রিমিয়ার লিগ টেবিলের ১১তম স্থানে নেমে গেছে ব্লুজরা। এবারের মৌসুমে নতুন চুক্তি বাবদ ৫০০ মিলিয়ন পাউন্ডেরও বেশী ব্যয় করে দলের হার আটকাতে পারেনি চেলসি। 

পটারের স্থানে ব্রাইটনের সাবেক ডিফেন্ডার ব্রুনো সালতোরকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
 
শেষ ১১টি ম্যাচে মাত্র তিনটিতে জয়ী হয়েছে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লিগের বাইরে এখন এই একটি টুর্ণামেন্টেই টিকে রয়েছে ব্লুজরা। 

ক্লাবের দুই মালিক টড বোহলি ও বেহাদ এগবালি এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘একজন কোচ ও ব্যক্তি হিসেবে গ্র্যাহামের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। সবসময়ই সম্পূর্ণ পেশাদারীত্বের সাথে সে দল পরিচালনা করেছে। কিন্তু দলের ফলাফলে আমরা সবাই হতাশ। আমাদের হাতে আর মাত্র ১০টি প্রিমিয়ার লিগের ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল রয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। বাকি থাকা ম্যাচগুলোতে শতভাগ প্রতিশ্রুতির প্রমান দিতে চাই যাতে করে মৌসুমটা ভাল অবস্থানে থেকে শেষ করতে পারি।’

প্রিমিয়ার লিগে এই মুহূর্তে শীর্ষ চারের অবস্থান থেকে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে চেলসি। এনিয়ে দ্বিতীয় ম্যানেজার হিসেবে বোহলির মালিকানায় প্রথম মেয়াদেই পটার বরখাস্ত হলেন। এর আগে সেপ্টেম্বরে থমাস টাচেলকে ছাঁটাই করা হয়েছিল। গত সপ্তাহে বায়ানর্  মিউনিখের বস হিসেবে নিয়োগ পেয়েছেন টাচেল। 
জানুয়ারিতে রেকর্ড ১০৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী উইঙ্গার এনজো ফার্নান্দেজকে দলে নিয়েছে চেলসি। এছাড়াও মিখাইরো মাড্রিক, ওয়েসলি ফোফানা, মার্ক কুকুরেলা ও রাহিম স্টার্লিংকে দলে ভেড়াতে বিপুল পরিমান অর্থ ব্যয় করতে হয়েছে। 

কিন্তু তারকা সমৃদ্ধ দল গড়ে উইনিং কম্বিনেশন খুঁজে পাননি পটার। ৪৭ বছর বয়সী পটারের অধীনে চেলসি ৩১ ম্যাচে মাত্র ১২টিতে জয়ী হয়েছে। সপ্তাহের শেষে এ্যাস্টন ভিলার কাছে হারের পর পটার বলেছিলেন, ‘আমি কাউকে দায়ী করতে পছন্দ করিনা। এই পরাজয়ের সব দায়ভার আমার। আমি সমর্থকদের হতাশা বুঝতে পারছি। আমি বুঝি ঘরের মাঠে হারা যন্ত্রনা অনেক বেশী। এতে সবাই দারুনভাবে হতাশ হয়। আমরা এখন লিগ টেবিলের যে অবস্থানে আছি তা নিয়ে কেউই খুশী হতে পারবে না। যা কিছু সমালোনাই হোক না কেন আমি মেনে নিচ্ছি।’

আগামীকাল স্ট্যামফোর্ড সফরে আসা লিভারপুলের বিপক্ষে ম্যাচটি হবে সালতোরের অধীনে চেলসির প্রথম ম্যাচ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank