মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চ্যাম্পিয়ন্স লীগে জটিল সমীকরণে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

১০:৩৮, ২ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৪:৫৪, ২ ডিসেম্বর ২০২০

৬৫৯

চ্যাম্পিয়ন্স লীগে জটিল সমীকরণে রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লীগ গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই শাখতার দোনেস্ক এর বিপক্ষে ঘরের মাঠে হেরে বসে রিয়াল মাদ্রিদ৷ পঞ্চম ম্যাচে দলটির বিপক্ষে ফিরতি লীগ খেলতে  ইউক্রেন যায় জিদান শিষ্যরা৷ মঙ্গলবার (১ ডিসেম্বর) এর ম্যাচেও শাখতারের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। ফলে দ্বিতীয় রাউন্ডে যেতে এখন জটিল সমীকরণের মুখোমুখি দলটি। 

ইনজুরিতে পড়ায় শাখতারের বিপক্ষে মাঠে ছিলেন না রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। আর এই মৌসুমে রামোস নেই মানে যেন রিয়ালের হার। গতকালও তার ব্যতিক্রম হয়নি। প্রথমার্ধ অবশ্য সমতায় ছিল দু্'দল। কোন দলই পায়নি গোল। তবে বারবার শাখতার শিবিরে ভয় ধরিয়েছেন বেনজেমা-ওডেগার্ডরা৷ 

কিন্তু দ্বিতীয়ার্ধে নিজেদের ভুলেই শেষ রক্ষা হয়নি স্পেনিশ জায়ান্টদের। ৫৫ মিনিটে শাখতার মিডিফিল্ডার টাইসনের শট ক্লিয়ার করতে যান মেন্ডি। কিন্তু সেটা ঠিকমত করতে পারেননি এই লেফটব্যাক। দুই ডিফেন্ডারের মাঝখানে বল পেয়ে গোল করতে ভুল হয়নি দেন্তিনহোর। 

পিছিয়ে গিয়ে বারবারই আক্রমনে যায় রিয়াল। ইসকো- রদ্রিগোর বদলে নামানো হয় ডিয়াজ-ভিনুসিয়াসকে। কিন্তু গোলের দেখা পায়নি চ্যাম্পিয়ন্স লীগের সবচেয়ে সফল ক্লাবটি। উল্টো ৮২ মিনিটে সোলোমনের দুর্দান্ত গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শাখতার। সোলোমনকে উদ্দেশ্য করে মাঝমাঠ থেকে বল বাড়িয়ে দেন মেয়কন। বল পেয়ে দ্রুত সামনে যান সোলোমন। লুকাস ভাসকাজ আর রাফায়েল ভারানেট মাঝ দিয়ে রকেট গতিতে বল পাঠিয়ে দেন গোলপোস্টের ডান কোনে। 

শাখতারের বিপক্ষে হেরে এখন পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে রিয়াল। ফলে একই সাথে যেমন বাদ পড়ার শঙ্কা আছে তেমনি সুযোগ আছে শীর্ষে থেকে প্রথম রাউন্ড শেষ করার। 

আসলে গ্রুপ-বি পুরেটাই এখন জটিল সমীকরণে। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ আছে সব দলের আবার বাদ পড়ারও সম্ভাবনা আছে সব দলের। পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মনচেঙগ্লাডবেচ। শাখতার ও রিয়ালের পয়েন্ট সমান ৭ হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শাখতার দুইয়ে, রিয়াল তিনে। আর ৫ পয়েন্ট নিয়ে তলানিতে ইন্টার মিলান। 

পরের ম্যাচে মনচেঙগ্লাডবেচকে হারালে রিয়াল উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে, হারলে বাদ পড়বে।  আর ড্র করলে তাকিয়ে থাকতে হবে ইন্টারের জয়ের জন্য৷ তখন ইন্টার-রিয়াল দুদলের পয়েন্ট সমান ৮ হলেও মুখোমুখি লড়াইয়ে সামনে থাকবে রিয়াল। 

তবে সুবিধাজনক অবস্থায় আছে মনচেঙগ্লাতবেচ। ড্র করলেই দলটির দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। 

শাখতার-ইন্টার মিলান ম্যাচে জিততেই হবে ইন্টারকে। সেই সাথে প্রার্থনা করতে হবে যাতে রিয়াল জেতে। তখন মনচেঙগ্লাডবেচের সাথে সমান ৮ পয়েন্ট হবে ইন্টারের। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় ইন্টার মিলান থাকবে এগিয়ে। 

আর শাখতারের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে জিতলে। ড্র করলে তাকিয়ে থাকতে হবে রিয়ালও যাতে ড্র করে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank