মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ১১৮

স্পোর্টস ডেস্ক

১৭:০২, ১২ মার্চ ২০২৩

৩৮৪

ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ১১৮

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের লক্ষ্যে মিরপুরে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ওপেনার ডেভিড মালানকে হারায় সফরকারীরা। শুরুর চাপ কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ড।শেষ পর্যন্ত টাইগার বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে জস বাটলাররা।

টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রদবদল করে জস বাটলারের দল। বাঁহাতি ব্যাটার মালান আজ সফরকারীদের হয়ে ইনিংসের সূচনা করেন। প্রথম ওভারে ১০ রান তুলে ঝড়ো শুরুর ইঙ্গিত দিলেও তাসকিন আহমেদের স্বীকার হন ইংলিশ ওপেনার মালান।

শুরু ধাক্কা সামলে পাওয়ার প্লেতে দলের হাল ধরেন ফিল সল্ট ও মঈন আলী। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলে এই দুই টপ অর্ডার ব্যাটার।

কিন্তু পাওয়ার প্লের পরই ইংলিশ শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান, হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ। ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড।

দলীয় ৫৭ রানে ৪ উইকেটের পতন ঘটে ইংলিশদের। একে একে সাজঘরে ফিরে যান সল্ট, অধিনায়ক বাটলার ও অভিজ্ঞ মঈন আলী।

পঞ্চম উইকেট জুটিতে দলের হাল ধরেন বেন ডাকেট ও স্যাম কারান। তবে মেহেদী হাসান মিরাজের করা ১৫তম ওভারে জোড়া উইকেটের পতনে বিপাকে পড়ে ইংল্যান্ড।

দলীয় ৯১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ড দ্রুতই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে। তবে শেষ বেন ডাকেটের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় ইংলিশরা। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে সফরকারীরা।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের জন্য টাইগারদের সামনে ১১৮ রানের লক্ষ্য। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের ক্রিকেটে রচিত হবে নয়া ইতিহাস।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank