মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৪:৫৩, ১২ মার্চ ২০২৩

৩৩৯

ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে সাকিব আল হাসানের দল। এবার টাইগারদের সামনে লক্ষ্য সিরিজ জয়ের। এমন সমীকরণের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বেলা তিনটায়। এর আগে ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও দৃশ্যপট পাল্টে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি টাইগাররা। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাটলার-ডেভিড মালানদের হারিয়ে ইতিহাস রচনা করে সাকিব-মুস্তাফিজরা।

এদিকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই দলের একাদশেই এসেছে একটি করে পরিবর্তন। বাংলাদেশের একাদশে শামীম পাটোয়ারীর জায়গায় ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর ইংলিশ একাদশে মার্ক উডের জায়গায় এসেছেন রেহান আহমেদ।

বাংলাদেশ একাদশ

রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড ম্যালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্দান, আদিল রশিদ, জোফরা আর্চার, রেহান আহমেদ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank