মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ম্যারাডোনার মৃত্যুতে তদন্ত, চিকিৎসকের বাসা-চেম্বারে তল্লাশি

স্পোর্টস ডেস্ক

১১:১৯, ১ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৫:৩০, ১ ডিসেম্বর ২০২০

৫৩৩

ম্যারাডোনার মৃত্যুতে তদন্ত, চিকিৎসকের বাসা-চেম্বারে তল্লাশি

২৫ নভেম্বর ৬০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘ফুটবল ইশ্বর’ দিয়েগো ম্যারাডোনা। শোক না কাটতেই ভক্তদের জন্য সামনে আসছে উৎকণ্ঠার খবর। আর্জেন্টাইন কিংবদন্তীর মৃত্যুতে তদন্ত শুরু করেছে দেশটির আইন-শৃংখলা বাহিনী। ইতোমধ্যেই তল্লাশি করা হয়েছে ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসকের বাসা ও চেম্বার।

ম্যারাডোনার মৃত্যুর পরপরই তার চিকিৎসক লিওপোল্ডো লুকে’র বিভিন্ন নথি ও মোবাইল জব্দ করে পুলিশ। আর্জেন্টাইন সংবাদ সংস্থা টেলাম নিউজ এর মতে, আইনজীবী জন ব্রয়ার্ড এর করা মামলায় অবহেলায় মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে। 

এদিকে চিকিৎসক লুকে নিজেকে নির্দোষ দাবি করে অনুসন্ধানে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যমে। 

একই অনুসন্ধানে ম্যারাডোনার তিন মেয়ে ডালমা, জিয়ানিনা ও জানাকে শনিবার (২৮ নভেম্বর) কোর্টে হাজির হতে হয়েছিল বলে জানিয়েছে সিএনএন। তবে এখন পর্যন্ত কারও বিপক্ষে অভিযোগ গঠন করা হয়নি। 

মস্তিষ্কে রক্ত জমাট বাধায় গতমাসেই ম্যারাডোনার সার্জারি হয় এবং বাড়িতেই সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু হঠাৎ করেই তার মৃত্যু মানুষকে হতবিহ্বল করে দিয়েছে। 


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank