তামিম-সাকিবের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
তামিম-সাকিবের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে ৩২৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা তামিম-সাকিবের ব্যাটে চাপ সামলে লড়াই করছে টাইগাররা। এই দুই তারকার পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে এখনও জয়ের আশা বাঁচিয়ে রেখেছে স্বাগতিকরা।
শুক্রবার (৩ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ পেসার স্যাম কারানের প্রথম ওভারের দুই বল দেখেশুনে খেলেন টাইগার কাপ্তান তামিম ইকবাল। এরপর তৃতীয় বলে এক রান নিয়ে লিটনের সঙ্গে প্রান্ত বদল করেন তিনি।
তবে পরের দুই বলেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। কারানের বলে জেসন রয়ের হাতে ক্যাচ দিয়ে শূন্যরানে সাজঘরে ফেরেন লিটন। এরপর ব্যাট করতে নামেন আগের ম্যাচে ফিফটি হাঁকানো নাজমুল হোসেন শান্ত। তবে এই ব্যাটার নিজের প্রথম বলেই খোঁচা দিতে গিয়ে উইকেটের পিছনে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
প্রথম ওভারেই জোড়া উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ যখন বিশাল চাপের মধ্যে, ঠিক তখনই অভিজ্ঞ মুশফিকুর রহিমও সাজঘরে ফিরে আসেন। শান্তর মতো তিনিও উইকেটরক্ষক বাটলারের হাতে ক্যাচ দিয়ে স্যাম কারানকে তৃতীয় উইকেট উপহার দেন। বিদায়ের আগে ৫ বলে ৪ রান করেন তিনি।
ব্যাটিং বিপর্যয়ে পড়া টাইগারদের ইনিংসে হাল ধরেন কাপ্তান তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাদের পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ভর করে ইংলিশ বোলারদের বিপক্ষে দাপিয়ে লড়ছে এই দুই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬৭ রান।
অধিনায়ক তামিম ইকবাল ৩৩ আর সাকিব আল হাসান ২৭ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য এখনও বাংলাদেশের ২৬০ রান দরকার, হাতে আছে ৭ উইকেট ও ৩৪ ওভার।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩২৬ রান সংগ্রহ করে সাদা বলের দুই ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইংলিশ ওপেনার জেসন রয় অনবদ্য সেঞ্চুরি তুলে ১৩২ রান করেন। এ ছাড়া অধিনায়ক বাটলার ঝোড়ো ব্যাটিংয়ে ৭৬ রানের ইনিংস খেলেন।
বোলিংয়ে বাংলাদেশের পক্ষে পেসার তাসকিন আহমেদ একাই নেন ৩টি উইকেট। এ ছাড়া মেহেদি হাসান মিরাজ ২টি এবং সাকিব ও তাইজুল একটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান