বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

১৫:৪৩, ৩ মার্চ ২০২৩

৩৮৯

রয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ ইংল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকার লড়াইয়ে বল হাতে সুবিধা করতে পারছে না টাইগাররা। অন্যদিকে ইংলিশ ব্যাটার জেসন রয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৫ ওভারে তিন উইকেটে ২০২ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ডের হয়ে জেসন রয়ের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন ফিল সল্ট। প্রথম ছয় ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন দুই ওপেনার।

সপ্তম ওভারে এসে আনন্দের উপলক্ষ পায় স্বাগতিক দল। তাসকিন আহমেদের বল সল্টের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর কাছে। দারুণ দক্ষতায় ডাইভ দিয়ে বলটি তালুবন্দী করেন তিনি। সল্ট ফেরেন ৭ রানে।

দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন রয় ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালান। ১১ রানে মালান ফিরলে ভাঙে এ জুটি। এর আগে ৫৪ বলে অর্ধশতক পূরণ করেন রয়। চারে নেমে এদিনও সুবিধা করতে পারেননি জেমস ভিন্স। এ ব্যাটার ৫ রান করে সাজঘরে ফেরেন।

এরপর রয়কে সঙ্গে নিয়ে দারুণভাবে দলকে এগিয়ে নিচ্ছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। এরই মধ্যে দুজনে গড়েছেন শতোর্ধ্ব রানের জুটি। মাঝে ১০৪ বলে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরির দেখা পেয়েছেন রয়। তিনি ১২৬ ও বাটলার ৪২ রানে অপরাজিত আছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank